
বিডিজেন ডেস্ক

ওমানে বংশগত রোগ মোকাবিলায় বিয়ের আগে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করে আইন করতে যাচ্ছে দেশটির সরকার। ২০২৬ সাল থেকে বিষয়টি বাধ্যতামূলক হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বংশগত রোগ মোকাবিলায় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাস থেকে বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানোর বিষয়ে জাতীয়ভাবে প্রচারণা শুরু করবে। বছরব্যাপী এ প্রচারণা চলবে।
এই উদ্যোগটি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য উন্নয়নের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ। যদিও ১৯৯৯ সাল থেকেই বিয়ের আগে পরীক্ষা করানো ওমানের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা কৌশলের অন্তর্ভুক্ত। তবে এই প্রোগ্রামে মানুষের আগ্রহ বেশ কম।
পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রায় ৭ শতাংশ শিশু বংশগত রোগ নিয়ে জন্মগ্রহণ করলেও ওমানে এই হার ৯-১০ শতাংশ।
এ বিষয়ে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানোর প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরেই চলছে, তবে খুব কম সংখ্যক মানুষই এতে অংশ নিচ্ছেন। অথচ বিশ্বের গড়ের চেয়ে ওমানে বংশগত রোগের উচ্চ প্রাদুর্ভাব রয়েছে।
তিনি বলেন, বছরব্যাপী এবারের প্রচারণার লক্ষ্য হলো বিয়ের আগে চিকিৎসা পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যাপক অংশগ্রহণে উৎসাহিত করা।

ওমানে বংশগত রোগ মোকাবিলায় বিয়ের আগে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করে আইন করতে যাচ্ছে দেশটির সরকার। ২০২৬ সাল থেকে বিষয়টি বাধ্যতামূলক হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বংশগত রোগ মোকাবিলায় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাস থেকে বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানোর বিষয়ে জাতীয়ভাবে প্রচারণা শুরু করবে। বছরব্যাপী এ প্রচারণা চলবে।
এই উদ্যোগটি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য উন্নয়নের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ। যদিও ১৯৯৯ সাল থেকেই বিয়ের আগে পরীক্ষা করানো ওমানের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা কৌশলের অন্তর্ভুক্ত। তবে এই প্রোগ্রামে মানুষের আগ্রহ বেশ কম।
পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রায় ৭ শতাংশ শিশু বংশগত রোগ নিয়ে জন্মগ্রহণ করলেও ওমানে এই হার ৯-১০ শতাংশ।
এ বিষয়ে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানোর প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরেই চলছে, তবে খুব কম সংখ্যক মানুষই এতে অংশ নিচ্ছেন। অথচ বিশ্বের গড়ের চেয়ে ওমানে বংশগত রোগের উচ্চ প্রাদুর্ভাব রয়েছে।
তিনি বলেন, বছরব্যাপী এবারের প্রচারণার লক্ষ্য হলো বিয়ের আগে চিকিৎসা পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যাপক অংশগ্রহণে উৎসাহিত করা।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।