
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের উৎসাহ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
আজ রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এর আয়োজন করে।
অনুষ্ঠানটি সিডনির মিন্টো এলাকায় এএমডব্লিউসি প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক মিলনমেলায়।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।
সবচেয়ে প্রশংসনীয় দিক হলো—মোক্তার হোসেন এই বিক্রয়লব্ধ সমগ্র অর্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ফান্ডে দান করেন।
কমিউনিটির অনেকে তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের সেবামূলক উদ্যোগ কমিউনিটির ঐক্য ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।’
আয়োজকেরা জানান, এই ধরনের ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহ পায়, তেমনি কমিউনিটির সদস্যরাও একে অপরের সঙ্গে সংযোগ ও সহযোগিতায় যুক্ত হন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের উৎসাহ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
আজ রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এর আয়োজন করে।
অনুষ্ঠানটি সিডনির মিন্টো এলাকায় এএমডব্লিউসি প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক মিলনমেলায়।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।
সবচেয়ে প্রশংসনীয় দিক হলো—মোক্তার হোসেন এই বিক্রয়লব্ধ সমগ্র অর্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ফান্ডে দান করেন।
কমিউনিটির অনেকে তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের সেবামূলক উদ্যোগ কমিউনিটির ঐক্য ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।’
আয়োজকেরা জানান, এই ধরনের ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহ পায়, তেমনি কমিউনিটির সদস্যরাও একে অপরের সঙ্গে সংযোগ ও সহযোগিতায় যুক্ত হন।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।