
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের উৎসাহ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
আজ রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এর আয়োজন করে।
অনুষ্ঠানটি সিডনির মিন্টো এলাকায় এএমডব্লিউসি প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক মিলনমেলায়।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।
সবচেয়ে প্রশংসনীয় দিক হলো—মোক্তার হোসেন এই বিক্রয়লব্ধ সমগ্র অর্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ফান্ডে দান করেন।
কমিউনিটির অনেকে তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের সেবামূলক উদ্যোগ কমিউনিটির ঐক্য ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।’
আয়োজকেরা জানান, এই ধরনের ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহ পায়, তেমনি কমিউনিটির সদস্যরাও একে অপরের সঙ্গে সংযোগ ও সহযোগিতায় যুক্ত হন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের উৎসাহ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
আজ রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এর আয়োজন করে।
অনুষ্ঠানটি সিডনির মিন্টো এলাকায় এএমডব্লিউসি প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক মিলনমেলায়।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।
সবচেয়ে প্রশংসনীয় দিক হলো—মোক্তার হোসেন এই বিক্রয়লব্ধ সমগ্র অর্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ফান্ডে দান করেন।
কমিউনিটির অনেকে তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের সেবামূলক উদ্যোগ কমিউনিটির ঐক্য ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।’
আয়োজকেরা জানান, এই ধরনের ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহ পায়, তেমনি কমিউনিটির সদস্যরাও একে অপরের সঙ্গে সংযোগ ও সহযোগিতায় যুক্ত হন।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।