logo
প্রবাসের খবর

গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি: সংগৃহীত

গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর। যুদ্ধবিরতির প্রস্তাবে কয়েকজন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি রোববার কায়রোতে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির এ প্রস্তাব দেওয়ার কথা জানান। সিসি একে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে প্রাথমিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তাঁর পাশে ছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন।

সিসি আরও বলেন, ‘অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ দিনের মধ্যে কীভাবে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা আবার শুরু করা উচিত।’ ইসরায়েল ও হামাস তাৎক্ষণিকভাবে মিসরের এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানায়নি।

গাজায় হামলা অব্যাহত

এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৫৩ জন এবং লেবাননে ২১ জন নিহত হয়েছেন।

আল জাজিরা এ খবর দিয়েছে।

আল–জাজিরার খবরে আরও বলা হয়, এক বছরের বেশি সময় ধরে চলা গাজাযুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক কাতারের দোহায় গেছেন। সেখানে তারা একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি এবং কয়েকজন ইসরায়েলি জিম্মি ও কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া নিয়ে আলোচনা করবেন।

আল–জাজিরার খবরে জানানো হয়, গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে ‘মৃত্যু, আহত এবং ধ্বংসের ভয়াবহ মাত্রা’ দেখে আঁতকে ওঠার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে