logo
প্রবাসের খবর

আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাস!

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ মার্চ ২০২৫
Copied!
আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাস!
ছবি: গালফ নিউজের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ঘন কুয়াশার প্রভাব পড়ার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। চালকদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এতে বলা হয়, কিছু এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভিজিবিলিটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

আল আইন–আবুধাবি রোড,শেখ মাকতুম বিন রশিদ রোড, আবুধাবি–দুবাই হাইওয়ে, আবুধাবির আল খাতিম, আরজান ও আল তাওয়িলার আশপাশের এলাকাসহ গুরুত্বপূর্ণ রুটগুলোতে ঘন কুয়াশা রয়েছে। এ ছাড়া আল আইনের সোয়েহান, জেবেল আলী, আল মিনহাদ এবং দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরেও ভিজিবিলিটি হ্রাস পাচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এনসিএম সব গাড়িচালককে সতর্ক থাকার এবং সেই অনুযায়ী গাড়ি চালানোর গতি সামঞ্জস্য করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে এসব কুয়াশাপ্রবণ অঞ্চলে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পূর্ব ও উত্তরের কিছু এলাকা মেঘলা থাকবে। তাপমাত্রা মাঝারি থাকবে। অভ্যন্তরীণ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩৩, উপকূলীয় অঞ্চল এবং দ্বীপপুঞ্জের তাপমাত্রা ২৬ থেকে ৩০ এবং পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে।

রাতের বেলা এবং বুধবার সকাল পর্যন্ত আর্দ্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে উত্তরাঞ্চলে। বাতাস হালকা থেকে মাঝারি থাকবে, বিশেষ করে দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমে ৩৫ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আরব উপসাগর ও ওমান সাগর উভয় স্থানেই হালকা ঢেউসহ সমুদ্রের পরিস্থিতি মৃদু থাকবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৪ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৭ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৮ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে