
বিডিজেন ডেস্ক

কুয়েতে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ কর আরোপের খসড়া আইন অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল আহমদ আল সাবাহর সভাপতিত্বে বায়ান প্রাসাদে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়।
কুয়েত সরকারের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বৈশ্বিক করের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই আইনের লক্ষ্য হলো কর ফাঁকি রোধ করা। পাশাপাশি অন্যান্য দেশে রাজস্ব যাতে না চলে যায় সেই ব্যবস্থা করা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আগামী ১ জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হবে। কুয়েতের মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী শেরিদা আল মুশারজি বৈঠকের পরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কর সংস্থা অ্যান্ডারসনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনুরাগ চতুর্বেদী বলেন, এই কর কর্মসংস্থানকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে প্রবাসীদের যদিও এটি কুয়েতের সরকারি রাজস্বকে বৈচিত্র্যময় করে তুলবে।
মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরই বেশি অভিবাসী।

কুয়েতে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ কর আরোপের খসড়া আইন অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল আহমদ আল সাবাহর সভাপতিত্বে বায়ান প্রাসাদে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়।
কুয়েত সরকারের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বৈশ্বিক করের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই আইনের লক্ষ্য হলো কর ফাঁকি রোধ করা। পাশাপাশি অন্যান্য দেশে রাজস্ব যাতে না চলে যায় সেই ব্যবস্থা করা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আগামী ১ জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হবে। কুয়েতের মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী শেরিদা আল মুশারজি বৈঠকের পরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কর সংস্থা অ্যান্ডারসনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনুরাগ চতুর্বেদী বলেন, এই কর কর্মসংস্থানকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে প্রবাসীদের যদিও এটি কুয়েতের সরকারি রাজস্বকে বৈচিত্র্যময় করে তুলবে।
মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরই বেশি অভিবাসী।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।