logo
প্রবাসের খবর

এমিরেটস বহরে যুক্ত হলো নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ নভেম্বর ২০২৪
Copied!
এমিরেটস বহরে যুক্ত হলো নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০

সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ালাইনসের বহরে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০। গতকাল বুধবার দুবাইয়ে প্রথম এই উড়োজাহাজটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টীম ক্লার্ক, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন টোউক আল মারিসহ অনেকে। বিমান সংস্থাটির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম জানান, আগামী কয়েক বছরে এমিরেটস বহরে ৬৫টি এ৩৫০ উড়োজাহাজ যুক্ত হবে। তিনি আশা প্রকাশ করেন, দুবাইয়ের ডি৩৩ স্ট্রাটেজি বাস্তবায়নে এই উড়োজাহাজগুলো সহায়ক হবে। এই স্ট্রাটেজিতে দুবাইকে বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ মুন বলেন, আমি মনে করে এ৩৫০ উড়োজাহাজগুলো এমিরেটস বহরের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এয়ারলাইনটির উন্নয়নে ভূমিকা রাখবে।

এমিরেটস জানায়, তাদের এয়ারবাস এ৩৫০ এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট হতে পারে আগামী ৩ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাত থেকে স্কটল্যান্ডের এডিনবরায় এ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।

২০০৮ সালের পরে এই প্রথমবার এমিরেটস বহরে নতুন কোনো ধরনের উড়োজাহাজ যুক্ত হয়েছে। এর আগে এমিরেটস শুধু সুপরিসর দ্বিতল এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ এর সাহায্যে বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ফ্লাইট সেবা দিয়ে আসছিল। সুপরিসর এয়ারবাস এ৩৫০ সর্বাধিক জ্বালানীদক্ষ উড়োজাহাজ হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং যাত্রীদের জন্য এর শব্দদূষণ প্রায় চল্লিশ শতাংশ কম।

উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের নতুন উড়োজাহাজটির আকর্ষণীয় ইন্টোরিয়র, সর্বাধুনিক প্রযুক্তি, এবং পরবর্তী প্রজন্মের প্রোডাক্টগুলো প্রদর্শন করা হয়। নতুন উড়োজাহাজটির যাত্রী আসন সংখ্যা ৩১২, ইকোনমি শ্রেণি ২৫৯টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি ২১টি এবং বিজনেস শ্রেণি রয়েছে ৩২টি।

সংশ্লিষ্টরা জানায়, নতুন উড়োজাহাজটি সব শ্রেণির যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৯ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে