logo
প্রবাসের খবর

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড০৪ নভেম্বর ২০২৫
Copied!
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে নুরুল ইসলাম, মারুফ আনোয়ার ও তানভীর আলম চৌধুরী।

রোববার (২ নভেম্বর) জেনেভার স্থানীয় একটি কমিউনিটি হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সংগঠনটির ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা–২০২৫।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হারুন রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি হারুন রশিদ ও সদস্য আনোয়ারুল ইসলাম জজ।

Bangladesh Club Geneva announces new committee 2

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের সময়সীমা শেষে ৩টি পদের জন্য একক প্রার্থী মনোনয়ন জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ‘বাংলাদেশ ক্লাব জেনেভা প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ রক্ষায় কাজ করে যাবে।’

সংগঠনের নেতারা জানান, প্রবাসীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ঐক্য ও মানবিক মূল্যবোধ ধরে রাখা বাংলাদেশ ক্লাব জেনেভার মূল লক্ষ্য। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কাজ করে আসছে।

Bangladesh Club Geneva announces new committee 3

প্রায় ৩০ বছর আগে জেনেভায় কয়েকজন তরুণ প্রবাসীর উদ্যোগে ‘প্রবাস’ নামে সংগঠনটির সূচনা হয়। এই সংগঠন পরে রূপ নেয় বাংলাদেশ ক্লাব জেনেভাতে। ২০১৯ সালে ক্লাবটি সুইজারল্যান্ড সরকারের আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে এবং বর্তমানে এটি সুইজারল্যান্ডের একমাত্র নিবন্ধিত বাংলাদেশি প্রবাসী সংগঠন হিসেবে স্বীকৃত।

একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন হিসেবে বাংলাদেশ ক্লাব জেনেভা নিয়মিতভাবে আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ, পূজা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ও পয়লা বৈশাখসহ বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভা শেষে জেনেভাপ্রবাসী গৃহিণীদের হাতে তৈরি পায়েস, মিষ্টান্ন ও নৈশভোজ পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে