logo
প্রবাসের খবর

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১২ সেপ্টেম্বর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১২ সেপ্টেম্বর

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে।

টুর্নামেন্টের সিইও মো. মকবুল হোসেন সংবাদ সম্মেলনে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল এই লিগে অংশ নেবে। এ জন্য সৌদি আরব ক্রিকেট বোর্ডের অনুমতি নেওয়া হয়েছে।’

ফখরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ও মো. সালাউদ্দিন আহমেদ।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন আইকনিক ক্রিকেটার খেলায় অংশ নেবেন। খেলার মাঠে আইন-শৃঙ্খলা রক্ষা ও ক্রিকেটারদের নিরাপত্তার জন্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ টুর্নামেন্টকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৮ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে