
বিডিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন বিদেশিদের জন্য ১০ হাজারের বেশি গোল্ডেন রেসিডেন্সি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের ন্যাশনালিটি পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্সি অ্যাফেয়ার্স (এনপিআরএ) বিষয়টি অনুমোদন করেছে। বিশ্বের ৯৯টি দেশের নাগরিকেরা এই বিশেষ ভিসা পাবেন।
এ ব্যাপারে অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের অর্থনৈতিক ও বিনিয়োগ প্রবৃদ্ধি, দক্ষ ও মেধাবীদের আকর্ষণ করার অংশ হিসেবে এ রেসিডেন্সি বা আবাসিক ভিসা দেয়া হচ্ছে।
এবারে যারা এই গোল্ডেন রেসিডেন্সি ভিসা পাচ্ছেন তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা রয়েছেন। শিল্পী ও ক্রীড়াবিদসহ অন্তর্ভুক্ত রয়েছেন দেশটিতে দীর্ঘ সময় অবস্থানরত পেশাজীবী ও তাদের পরিবারের সদস্যরা।
সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত ‘গেটওয়ে গালফ ২০২৪’ শীর্ষক বিশেষ আয়োজন থেকে গোল্ডেন রেসিডেন্সি ভিসার ঘোষণা করা হয়। ফোরামটি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে বিনিয়োগ নিয়ে কাজ করছে। সাম্প্রতিক এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও নির্বাহীরা। সেখানে বাহরাইনের ‘ইকোনমিক ভিশন ২০৩০’ নিয়ে আলোচনা করেন দেশটির কর্মকর্তারা। তারা বলেন, এ লক্ষ্য সামনে রেখে আবাসিক পরিষেবার ডিজিটাল রূপান্তরে কাজ করছে দেশটি।
টানা পাঁচ বছরের বেশি বাহরাইনে বসবাস করলে পাওয়া যেতে পারে গোল্ডেন রেসিডেন্সি ভিসা। এ শর্ত পূরণ করা কর্মী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ন্যূনতম মাসিক আয় হতে হবে ২ হাজার বাহরাইন দিনার বা ৫ হাজার ৩০০ ডলার আয়।
সাধারণত কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে গোল্ডেন রেসিডেন্সি ভিসার যোগ্যতা নির্ধারণ করে বাহরাইন। সম্পত্তির মালিকানা দেখিয়েও দেশটিতে এই ভিসা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ন্যূনতম ২ লাখ দিনার বা ৫ লাখ ৩১ হাজার ডলার মূল্যের সম্পত্তির মালিক হতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কমপক্ষে ৪ হাজার দিনার বা ১০ হাজার ৬০০ ডলার মাসিক আয় থাকতে হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে।
গোল্ডেন রেসিডেন্সি ভিসা আবেদন সহজ করার জন্য বাহরাইন সরকার বিশেষ ওয়েবসাইট চালু করেছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাচ্ছেন আগ্রহী ব্যক্তিরা।

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন বিদেশিদের জন্য ১০ হাজারের বেশি গোল্ডেন রেসিডেন্সি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের ন্যাশনালিটি পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্সি অ্যাফেয়ার্স (এনপিআরএ) বিষয়টি অনুমোদন করেছে। বিশ্বের ৯৯টি দেশের নাগরিকেরা এই বিশেষ ভিসা পাবেন।
এ ব্যাপারে অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের অর্থনৈতিক ও বিনিয়োগ প্রবৃদ্ধি, দক্ষ ও মেধাবীদের আকর্ষণ করার অংশ হিসেবে এ রেসিডেন্সি বা আবাসিক ভিসা দেয়া হচ্ছে।
এবারে যারা এই গোল্ডেন রেসিডেন্সি ভিসা পাচ্ছেন তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা রয়েছেন। শিল্পী ও ক্রীড়াবিদসহ অন্তর্ভুক্ত রয়েছেন দেশটিতে দীর্ঘ সময় অবস্থানরত পেশাজীবী ও তাদের পরিবারের সদস্যরা।
সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত ‘গেটওয়ে গালফ ২০২৪’ শীর্ষক বিশেষ আয়োজন থেকে গোল্ডেন রেসিডেন্সি ভিসার ঘোষণা করা হয়। ফোরামটি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে বিনিয়োগ নিয়ে কাজ করছে। সাম্প্রতিক এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও নির্বাহীরা। সেখানে বাহরাইনের ‘ইকোনমিক ভিশন ২০৩০’ নিয়ে আলোচনা করেন দেশটির কর্মকর্তারা। তারা বলেন, এ লক্ষ্য সামনে রেখে আবাসিক পরিষেবার ডিজিটাল রূপান্তরে কাজ করছে দেশটি।
টানা পাঁচ বছরের বেশি বাহরাইনে বসবাস করলে পাওয়া যেতে পারে গোল্ডেন রেসিডেন্সি ভিসা। এ শর্ত পূরণ করা কর্মী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ন্যূনতম মাসিক আয় হতে হবে ২ হাজার বাহরাইন দিনার বা ৫ হাজার ৩০০ ডলার আয়।
সাধারণত কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে গোল্ডেন রেসিডেন্সি ভিসার যোগ্যতা নির্ধারণ করে বাহরাইন। সম্পত্তির মালিকানা দেখিয়েও দেশটিতে এই ভিসা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ন্যূনতম ২ লাখ দিনার বা ৫ লাখ ৩১ হাজার ডলার মূল্যের সম্পত্তির মালিক হতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কমপক্ষে ৪ হাজার দিনার বা ১০ হাজার ৬০০ ডলার মাসিক আয় থাকতে হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে।
গোল্ডেন রেসিডেন্সি ভিসা আবেদন সহজ করার জন্য বাহরাইন সরকার বিশেষ ওয়েবসাইট চালু করেছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাচ্ছেন আগ্রহী ব্যক্তিরা।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।