
বিডিজেন ডেস্ক

ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে।
আমেরিকাভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বরাতে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ।
সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, চারজন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছেন। এ ছাড়া, এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।
ইরানের ভেতরে থাকা একটি কর্মী নেটওয়ার্কের তথ্যের ওপর নির্ভর করে হতাহতের সংখ্যার এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি। এই সংস্থাটি অতীতের অস্থির পরিস্থিতিতেও তুলনামূলকভাবে নির্ভুল তথ্য দিয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স, যাকে দেশটির আধা–সামরিক বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়, তারা সোমবার গভীর রাতে জানায়, বিক্ষোভে প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং গার্ডের স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর ৪৫ জন সদস্য আহত হয়েছেন।

ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে।
আমেরিকাভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বরাতে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ।
সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, চারজন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছেন। এ ছাড়া, এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।
ইরানের ভেতরে থাকা একটি কর্মী নেটওয়ার্কের তথ্যের ওপর নির্ভর করে হতাহতের সংখ্যার এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি। এই সংস্থাটি অতীতের অস্থির পরিস্থিতিতেও তুলনামূলকভাবে নির্ভুল তথ্য দিয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স, যাকে দেশটির আধা–সামরিক বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়, তারা সোমবার গভীর রাতে জানায়, বিক্ষোভে প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং গার্ডের স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর ৪৫ জন সদস্য আহত হয়েছেন।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।