
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

স্তন ক্যানসারের সচেতনতায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনিতে অনুষ্ঠিত হয়েছে তহবিল সংগ্রহের অনুষ্ঠান (পিঙ্ক ব্লুম পার্টি-ব্রেস্ট ক্যানসার রিসার্চ ফান্ড রাইজার)
ডিজি টেক ল্যাবের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন ছিল আশা, সচেতনতা ও সহমর্মিতার এক অনন্য উৎসব।
রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে ক্যাম্বেলটাউনে কোশিগায়া পার্কে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ এবং অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের জন্য তহবিল সংগ্রহ করা।

ডিজি টেক ল্যাবের সিইও তামান্না রহমান বলেন, এই অনুষ্ঠান শুধু একটি ফান্ডরাইজার নয়, এটি আমাদের কমিউনিটির একতার প্রতীক। আমরা প্রমাণ করেছি, সহমর্মিতা, সচেতনতা এবং ভালোবাসা একত্রে মিলে কত বড় পরিবর্তন আনতে পারে।
তিনি আরও জানান, তার পরিবারের দুজন সদস্য ক্যানসার থেকে বেঁচে গেছেন। আর তাদের সাহসিকতার গল্প থেকেই এসেছে এই উদ্যোগের অনুপ্রেরণা।

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন মানুষকে অনুপ্রাণিত করবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সহায়তা এবং ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও ক্যারান হান্ট। তারা সবাই এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন ইতিবাচক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।
এ ছাড়া, অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোর্তোজা ইব্রাহিমি, মিনা স্কান্ডারি, কামাল পাশা ও রাবিনা মুকতান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও হোস্ট ও Alive90.5FM-এর ‘স্পিক ইওর ট্রুথ শো’-এর প্রযোজক Pri Abayakoon। দিনটির বিশেষ আকর্ষণ ছিল তরুণ প্রতিভা Creshone-এর হৃদয়ছোঁয়া পিয়ানো ও ড্রাম পারফরম্যান্স। যা দর্শকদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানের সমাপ্তিতে তামান্না রহমান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অনুষ্ঠানের প্রতিটি অনুদান সরাসরি পৌঁছে যাবে অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের কাছে। প্রতিটি দান, যত ছোটই হোক, একটি নতুন আশার প্রতীক।

স্তন ক্যানসারের সচেতনতায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনিতে অনুষ্ঠিত হয়েছে তহবিল সংগ্রহের অনুষ্ঠান (পিঙ্ক ব্লুম পার্টি-ব্রেস্ট ক্যানসার রিসার্চ ফান্ড রাইজার)
ডিজি টেক ল্যাবের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন ছিল আশা, সচেতনতা ও সহমর্মিতার এক অনন্য উৎসব।
রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে ক্যাম্বেলটাউনে কোশিগায়া পার্কে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ এবং অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের জন্য তহবিল সংগ্রহ করা।

ডিজি টেক ল্যাবের সিইও তামান্না রহমান বলেন, এই অনুষ্ঠান শুধু একটি ফান্ডরাইজার নয়, এটি আমাদের কমিউনিটির একতার প্রতীক। আমরা প্রমাণ করেছি, সহমর্মিতা, সচেতনতা এবং ভালোবাসা একত্রে মিলে কত বড় পরিবর্তন আনতে পারে।
তিনি আরও জানান, তার পরিবারের দুজন সদস্য ক্যানসার থেকে বেঁচে গেছেন। আর তাদের সাহসিকতার গল্প থেকেই এসেছে এই উদ্যোগের অনুপ্রেরণা।

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন মানুষকে অনুপ্রাণিত করবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সহায়তা এবং ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও ক্যারান হান্ট। তারা সবাই এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন ইতিবাচক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।
এ ছাড়া, অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোর্তোজা ইব্রাহিমি, মিনা স্কান্ডারি, কামাল পাশা ও রাবিনা মুকতান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও হোস্ট ও Alive90.5FM-এর ‘স্পিক ইওর ট্রুথ শো’-এর প্রযোজক Pri Abayakoon। দিনটির বিশেষ আকর্ষণ ছিল তরুণ প্রতিভা Creshone-এর হৃদয়ছোঁয়া পিয়ানো ও ড্রাম পারফরম্যান্স। যা দর্শকদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানের সমাপ্তিতে তামান্না রহমান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অনুষ্ঠানের প্রতিটি অনুদান সরাসরি পৌঁছে যাবে অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের কাছে। প্রতিটি দান, যত ছোটই হোক, একটি নতুন আশার প্রতীক।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।