logo
প্রবাসের খবর

দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্যোগে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সদস্য ও মাহফিল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাসান উদ্দিন।

যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের মূখপাত্র এম শাহেদ সরওয়ার ও সিনিয়র সদস্য কাজী মোহাম্মদ সোহেল।

প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অন্যতম সিনিয়র সদস্য ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মাওলানা মুহাম্মদ ফজলুল আজীম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ ফরিদ এবং হাফেজ মোহাম্মদ ফারুক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন মোহাম্মদ তামিম আল মারুফ। হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মোহাম্মদ হিশাম আল মারুফ।

Discussion and Milad 2 in Dubai

অন্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ, মুজিব উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল হুদা, ওয়াজের নিজাম চৌধুরী, ঈসা চৌধুরী, পরিচলনা পরিষদের সদস্য শাহ আমান, জাহেদুল ইসলাম, মোজাহেরুল হক, আলতাফ উদ্দিন জনি, আব্বাস উদ্দিন, নুরউদ্দিন খান বাবর, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ মান্না (মানু), মোহাম্মদ সাহেদ, শাহজাহান চৌধুরী, ইমন খান, ফোরকান উদ্দিন চৌধুরী, মহসিন আলী খোকন, সাগর চৌধুরী এবং পরিষদের সদস্য, সেলিম উল্ল্যাহ, নুরুল আলম, মোহাম্মদ মাহাবু, ইব্রাহীম খলিল, আনিসুর রহমান, আলাউদ্দিন, সোহেল চৌধুরী, মিনার উদ্দিন, শফি প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাহেলিয়াতের ঘোর অমানিশাকালে আরব ভুখণ্ডসহ তৎকালীন পুরো জগৎ যখন প্রায় ধ্বংসের দারপ্রান্তে তখন মানবতাকে রক্ষা করার জন্য, মানুষের মাঝে প্রীতিবন্ধন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞায়, বিবাদমান সম্প্রদায়গুলোর মাঝে সখ্যতা ও সম্প্রীতিভাব গড়ে তোলার জন্য জগতের মানুষদের একত্ববাদ তথা সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্যই প্রিয় নবী হজরত রাসুলে আকরাম (সা.)–এর শুভ আগমন ঘটে। তিনি ছিলেন সত্যিকারের একজন মানবপ্রেমী, প্রীতি ও সম্প্রীতির সেরা আদর্শ মহামানব। বিশ্বনবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.) শৈশবের গন্ডিতে সর্বসাধারণের কাছে ‘আল-আমিন’ পরিচয়ে পরিচিত ও সমাদৃত ছিলেন।

হাফেজ মোহাম্মদ সাইফুল আলমের পরিচালনায় মিলাদ শেষে বহির্বিশ্বে নদিমপুরের সকল প্রবাসী এবং গ্রামের সর্বস্তরের সকলের সার্বিক মঙ্গলময় জীবন কামনা করে বিশেষ মোনাজাত করেন আলহাজ মাওলানা মুহাম্মদ ফজলুল আজিম।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন অনুষ্ঠান বাস্তবায়নে সংগঠনের কুয়েত, সৌদি আরব, ওমান, কাতার ও বাহরাইন শাখার অনেক সদস্যরাও বিভিন্নভাবে সহযোগিতা করেন।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে