logo
প্রবাসের খবর

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড১৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে
সুইজারল্যান্ডের পতাকা। ছবি: সংগৃহীত

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই সূচক প্রকাশ করা হয়।

সুইজারল্যান্ডের পরের ৪টি স্থানে রয়েছে যথাক্রমে সুইডেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর।

এ বছর প্রথমবারের মতো চীন শীর্ষ দশে প্রবেশ করেছে। ১০ম স্থানে উঠে জার্মানিকে পেছনে ফেলেছে।

প্রায় ৮০টি সূচক–যেমন গবেষণা ও উন্নয়ন (R&D) খরচ, ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ, পেটেন্ট আবেদন এবং সৃজনশীল উৎপাদনের ভিত্তিতে তৈরি এ সূচকে সুইজারল্যান্ডের অগ্রগতি বিশেষভাবে দৃশ্যমান মানবসম্পদ, ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে।

তবে প্রতিবেদনে কিছু উদ্বেগও তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী গবেষণা ও উন্নয়ন খাতের প্রবৃদ্ধি মন্থর হয়েছে। ২০২৪ সালে তা নেমে এসেছে ২ দশমিক ৯ শতাংশে এবং ২০২৫ সালে আরও কমে ২ দশমিক ৩ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ গত বছর ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বেশির ভাগ প্রবৃদ্ধি এসেছে কয়েকটি বড় চুক্তি থেকে। আর সামগ্রিক চুক্তির সংখ্যা কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

‘সুইজারল্যান্ড উদ্ভাবনে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করে চলেছে, তবে পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় শীর্ষস্থান ধরে রাখতে হলেও অভিযোজন জরুরি,’ সূচক প্রকাশ অনুষ্ঠানে বলেন ডব্লিউআইপিওর মহাপরিচালক ড্যারেন ট্যাং।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভারত, ভিয়েতনাম ও মরক্কোর মতো মধ্যম আয়ের দেশগুলো তাদের অর্থনৈতিক অবস্থানের তুলনায় অনেক বেশি সাফল্য দেখাচ্ছে উদ্ভাবনী সক্ষমতা ও উৎপাদনে।

সুইজারল্যান্ড যখন উদ্ভাবনের শীর্ষে আরও একটি বছর উদযাপন করছে, তখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এই নেতৃত্ব ধরে রাখতে হলে প্রযুক্তি, বিনিয়োগ এবং শিল্প খাতে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে