logo
প্রবাসের খবর

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড১৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে
সুইজারল্যান্ডের পতাকা। ছবি: সংগৃহীত

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই সূচক প্রকাশ করা হয়।

সুইজারল্যান্ডের পরের ৪টি স্থানে রয়েছে যথাক্রমে সুইডেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর।

এ বছর প্রথমবারের মতো চীন শীর্ষ দশে প্রবেশ করেছে। ১০ম স্থানে উঠে জার্মানিকে পেছনে ফেলেছে।

প্রায় ৮০টি সূচক–যেমন গবেষণা ও উন্নয়ন (R&D) খরচ, ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ, পেটেন্ট আবেদন এবং সৃজনশীল উৎপাদনের ভিত্তিতে তৈরি এ সূচকে সুইজারল্যান্ডের অগ্রগতি বিশেষভাবে দৃশ্যমান মানবসম্পদ, ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে।

তবে প্রতিবেদনে কিছু উদ্বেগও তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী গবেষণা ও উন্নয়ন খাতের প্রবৃদ্ধি মন্থর হয়েছে। ২০২৪ সালে তা নেমে এসেছে ২ দশমিক ৯ শতাংশে এবং ২০২৫ সালে আরও কমে ২ দশমিক ৩ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ গত বছর ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বেশির ভাগ প্রবৃদ্ধি এসেছে কয়েকটি বড় চুক্তি থেকে। আর সামগ্রিক চুক্তির সংখ্যা কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

‘সুইজারল্যান্ড উদ্ভাবনে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করে চলেছে, তবে পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় শীর্ষস্থান ধরে রাখতে হলেও অভিযোজন জরুরি,’ সূচক প্রকাশ অনুষ্ঠানে বলেন ডব্লিউআইপিওর মহাপরিচালক ড্যারেন ট্যাং।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভারত, ভিয়েতনাম ও মরক্কোর মতো মধ্যম আয়ের দেশগুলো তাদের অর্থনৈতিক অবস্থানের তুলনায় অনেক বেশি সাফল্য দেখাচ্ছে উদ্ভাবনী সক্ষমতা ও উৎপাদনে।

সুইজারল্যান্ড যখন উদ্ভাবনের শীর্ষে আরও একটি বছর উদযাপন করছে, তখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এই নেতৃত্ব ধরে রাখতে হলে প্রযুক্তি, বিনিয়োগ এবং শিল্প খাতে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৪ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৬ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৭ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে