logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি তথ্য বিনিময় সভা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৬ অক্টোবর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি তথ্য বিনিময় সভা

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায রাজ্যপ্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য বিনিময় সভা।

আজ রোববার (২৬ অক্টোবর) টারনাইটের ৬ কঙ্গো ড্রাইভে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় ছিল প্রবাসী বাংলাদেশিদের উৎসাহী অংশগ্রহণ।

তথ্য বিনিময় সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন।

সভায় জানানো হয়, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরাও এখন ভোটার তালিকাভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন— যা প্রবাসী সমাজের জন্য এক ঐতিহাসিক সুযোগ।

Information exchange meeting in Victoria 2

তথ্য বিনিময় পর্বে আলোচিত হয় ভোটার নিবন্ধনের যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের আবেদন ও সংশোধন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইন আবেদন পদ্ধতি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্ধারিত সময়সীমা সংক্রান্ত বিষয়গুলো।

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশনের কোনো আনুষ্ঠানিক সহায়তা ছাড়াই এই সভা সম্পূর্ণভাবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ ও অংশগ্রহণে আয়োজিত হয়। এতে কমিউনিটির পারস্পরিক সহযোগিতা ও গণতান্ত্রিক চেতনাকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, এই ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়বদ্ধতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।

কমিউনিটির সদস্যরা বলেন, প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় তারা গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছেন।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৮ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে