
বিডিজেন ডেস্ক

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪-এর স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দোহায় টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।
কাতারের স্থানীয় সময় বিকেল ৩টায় টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: http://fic24.qa
এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।
ভিসা ও মাস্টার কার্ডসহ সব কার্ড দিয়েই টিকিট কেনা যাবে। ভিসা কার্ডের পক্ষ থেকে আগেই সপ্তাহব্যাপী প্রি-সেল অনুষ্ঠান হয়েছে। এর মাধ্যমে বোঝা গেছে মানুষের মধ্যে টিকিটের চাহিদা ব্যাপক। তালিকার ওপরের দিকে আছে মিসর, কাতার, সৌদি আরব ও জর্ডান।
১১–১৮ ডিসেম্বর কাতারে আয়োজিত এই টুর্নামেন্টটি ফুটবল ভক্তদের বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আল আহলি এসসি (সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ বিজয়ী) ও সিএফ পাচুকার (কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪ বিজয়ী) খেলা দেখার অনন্য সুযোগ দেবে।
দ্য পেনিনসুয়েলার এক সংবাদে বলা হয়, ঐতিহাসিক কাতারে ফিফা বিশ্বকাপের (২০২২) দুই বছর পূর্তি উপলক্ষে আইকনিক লুসাইল স্টেডিয়ামে বহুল প্রত্যাশিত ফাইনাল খেলা হবে। অন্য দুটি খেলা হবে ৯৭৪ স্টেডিয়ামে। দুই স্থানই সুন্দর ব্যবহারযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।
টিকিটের দাম
ফিফা ডার্বি অব আমেরিকাস কাতার ২০২৪ এবং
ফিফা চ্যালেঞ্জার কাপ কাতার ২০২৪ (স্টেডিয়াম ৯৭৪)
বিভাগ ১ – ১৫০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৭০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ৪০ কাতারি রিয়াল
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪ ফাইনাল (লুসাইল স্টেডিয়াম)
বিভাগ ১ – ১০০০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৬০০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ২০০ কাতারি রিয়াল
দর্শকেরা জনপ্রতি ৬টি টিকিট কিনতে পারবেন। পরবর্তী পর্যায়ে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম পাওয়া যাবে। জাল বা অবৈধ টিকিটের মতো সম্ভাব্য সমস্যা এড়াতে অনুরাগীদের শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে টিকিট কেনার জন্য অনুরোধ করা হয়েছে।

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪-এর স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দোহায় টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।
কাতারের স্থানীয় সময় বিকেল ৩টায় টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: http://fic24.qa
এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।
ভিসা ও মাস্টার কার্ডসহ সব কার্ড দিয়েই টিকিট কেনা যাবে। ভিসা কার্ডের পক্ষ থেকে আগেই সপ্তাহব্যাপী প্রি-সেল অনুষ্ঠান হয়েছে। এর মাধ্যমে বোঝা গেছে মানুষের মধ্যে টিকিটের চাহিদা ব্যাপক। তালিকার ওপরের দিকে আছে মিসর, কাতার, সৌদি আরব ও জর্ডান।
১১–১৮ ডিসেম্বর কাতারে আয়োজিত এই টুর্নামেন্টটি ফুটবল ভক্তদের বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আল আহলি এসসি (সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ বিজয়ী) ও সিএফ পাচুকার (কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪ বিজয়ী) খেলা দেখার অনন্য সুযোগ দেবে।
দ্য পেনিনসুয়েলার এক সংবাদে বলা হয়, ঐতিহাসিক কাতারে ফিফা বিশ্বকাপের (২০২২) দুই বছর পূর্তি উপলক্ষে আইকনিক লুসাইল স্টেডিয়ামে বহুল প্রত্যাশিত ফাইনাল খেলা হবে। অন্য দুটি খেলা হবে ৯৭৪ স্টেডিয়ামে। দুই স্থানই সুন্দর ব্যবহারযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।
টিকিটের দাম
ফিফা ডার্বি অব আমেরিকাস কাতার ২০২৪ এবং
ফিফা চ্যালেঞ্জার কাপ কাতার ২০২৪ (স্টেডিয়াম ৯৭৪)
বিভাগ ১ – ১৫০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৭০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ৪০ কাতারি রিয়াল
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪ ফাইনাল (লুসাইল স্টেডিয়াম)
বিভাগ ১ – ১০০০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৬০০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ২০০ কাতারি রিয়াল
দর্শকেরা জনপ্রতি ৬টি টিকিট কিনতে পারবেন। পরবর্তী পর্যায়ে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম পাওয়া যাবে। জাল বা অবৈধ টিকিটের মতো সম্ভাব্য সমস্যা এড়াতে অনুরাগীদের শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে টিকিট কেনার জন্য অনুরোধ করা হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।