logo
প্রবাসের খবর

অভিবাসী বহনকারী যুক্তরাষ্ট্রের বিমান নামতে দেয়নি মেক্সিকো

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জানুয়ারি ২০২৫
Copied!
অভিবাসী বহনকারী যুক্তরাষ্ট্রের বিমান নামতে দেয়নি মেক্সিকো
অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য উড়োজাহাজে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরপরই দেশটি থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুরুতেই এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অভিবাসী বহনকারী যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানকে নামার অনুমতি দেয়নি মেক্সিকো। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি।

যুক্তরাষ্ট্রের ২ জন প্রতিরক্ষা কর্মকর্তা এবং আরও একটি সংশ্লিষ্ট সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মেক্সিকো গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানকে অবতরণের অনুমতি দেয়নি। সূত্র জানিয়েছে, গুয়াতেমালাগামী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ২টি সি-১৭ বিমান প্রায় ৮০ জন করে যাত্রী নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়ন করে। তবে মেক্সিকোর উদ্দেশে যাত্রার জন্য নির্ধারিত তৃতীয় বিমানটি উড্ডয়নই করেনি।

মেক্সিকো কেন ওই ফ্লাইট অবতরণে বাধা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর থেকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, সীমান্ত পেরিয়ে অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তবে, এই শুল্ক এখনো কার্যকর করা হয়নি।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই ফ্লাইটের বিষয়টি একটি প্রশাসনিক জটিলতার কারণে হয়েছিল এবং তা দ্রুত সমাধান করা হয়েছে।’

এই প্রতিবেদন প্রকাশের পর, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট টুইট করে বলেন, ‘গত বৃহস্পতিবার মেক্সিকো এক দিনে রেকর্ড চারটি অভিবাসী বহনকারী ফ্লাইট নামতে দিয়েছে।’ তবে, এগুলো সামরিক, বাণিজ্যিক নাকি ব্যক্তিগত ফ্লাইট ছিল তা পরিষ্কার করেননি তিনি। মেক্সিকোর দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সরকার আগেই জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের একতরফা অভিবাসননীতি যেমন—‘রিমেইন ইন মেক্সিকো’ তারা সমর্থন করে না। এই নীতির কারণে, অন্য দেশ থেকে আসা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত মেক্সিকোতেই থাকতে হয়।

এদিকে, শুক্রবার গুয়াতেমালা যুক্তরাষ্ট্র থেকে ৩টি ফ্লাইটে ফেরত পাঠানো ২৬৫ জন নাগরিককে গ্রহণ করেছে। গুয়াতেমালার মাইগ্রেশন ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, শুক্রবারের ফ্লাইটগুলোর মধ্যে ২টি সামরিক, অপরটি বেসামরিক বিমান দিয়ে পরিচালিত হয়েছে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৩ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে