logo
প্রবাসের খবর

এমিরেটস–ইতিহাদের লন্ডনগামী ফ্লাইট শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ মার্চ ২০২৫
Copied!
এমিরেটস–ইতিহাদের লন্ডনগামী ফ্লাইট শুরু
এমিরেটসের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সুবিধা যুক্ত ফ্লাইট এ৩৫০। ছবি: গালফ নিউজ

অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দিনব্যাপী বন্ধ থাকার পর আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পুনরায় চালু হয়েছে। দুবাই-ভিত্তিক এমিরেটস এবং আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা ধীরে ধীরে যুক্তরাজ্যের ব্যস্ততম এ বিমানবন্দরে তাদের ফ্লাইট শুরু করছে।

টার্মিনাল ২-এ অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার লন্ডনের হিথ্রো সাময়িকভাবে বন্ধ ছিল। বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়, যার ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভ্রমণকারীসহ হাজার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হন।

বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পর এমিরেটস ঘোষণা করে, আজ শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিথ্রো পর্যন্ত ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হবে। যাদের ফ্লাইট বাতিল করা হয়েছে তারা পুনরায় বুকিং সহায়তার জন্য সরাসরি তাদের বুকিং এজেন্ট বা এমিরেটসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ নিয়ে আপডেটও দিয়েছেন তারা।

ইতিমধ্যে ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা শনিবার থেকে আবুধাবি এবং লন্ডন হিথ্রোর ফ্লাইট পুনরায় শুরু করবে। বিমান সংস্থাটি যাত্রীদের ইতিহাদ ওয়েবসাইটে তাদের ফ্লাইটের তথ্য জানার জন্য এবং রিয়েল-টাইম আপডেট পেতে ‘ম্যানেজ ইওর বুকিং’ পোর্টালে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ব্যাহত ফ্লাইটের কারণে আজ লন্ডন হিথ্রো বিশেষভাবে ব্যস্ত থাকার আশঙ্কা করা হচ্ছে, তাই ইতিহাদ যাত্রীদের বিমানবন্দরে অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তাদের কর্মীরা যাত্রীদের পাশে থাকবেন।

এক দিন বন্ধ থাকার পর আজ যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। আজ শনিবারের মধ্যে সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিল ২ লাখ যাত্রী। অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের পাঠানো হয় অন্যান্য বিমানবন্দরে। এ কারণে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন হিথ্রোর প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে