logo
প্রবাসের খবর

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২২ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায়প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) ঐতিহ্যবাহী মেজবান।

গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনির মিন্টোতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই মেজবান অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত চলা এই মহোৎসবে প্রায় ৫ হাজার অতিথি অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

অতিথিদের জন্য পরিবেশিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, নলা, ছোলা ডাল, ভেড়ার মাংস ও সাদা ভাত। সুস্বাদু এই খাবার শুধু প্রবাসীদের রসনাই তৃপ্ত করেনি, শেকড়ের সঙ্গে একাত্ম করেছে সবার মনকেও।

Chittagong Club Australia Event 1

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া বিগত কয়েক বছরের ধরে ধারাবাহিকতায় হাজারো মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মেজবান আয়োজন করে আসছে। এটি শুধু খাবারের আয়োজন নয়, ঐতিহ্য রক্ষা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে, চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় দেশে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

এবারের মেজবান আয়োজন সম্ভব হয়েছে স্পনসর, ডোনার ও কমিউনিটির অকুণ্ঠ সহযোগিতায়। এ আয়োজনের প্রাইম স্পনসর ছিল নিরালা হোল্ডিংস। টাইটেল স্পনসর ছিল Laing + Simmons Ingleburn। এ ছাড়া, আরও অনেক প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী এগিয়ে আসেন। তাদের অবদান অনুষ্ঠানকে করেছে আরও সমৃদ্ধ ও সফল।

বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট সৈয়দ আকরাম উল্লাহ
বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট সৈয়দ আকরাম উল্লাহ

অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলওয়াত এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ আকরাম উল্লাহ ও জেনারেল সেক্রেটারি নাজিম ওয়ালিদ।

পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হকের সঞ্চালনায় মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী শিল্পী ও নতুন প্রজন্মের শিশু-কিশোররা নাচ ও গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে স্পনসর, শিল্পী ও সাংবাদিকদের সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হক
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হক

মেজবান ২০২৫-এ অংশ নেন প্রবাসী কমিউনিটির বিভিন্ন স্তরের সফল ব্যক্তিত্ব, উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ। এ উপলক্ষে প্রকাশিত হয় চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার বার্ষিক ‘মেজবান ম্যাগাজিন’। এতে ক্লাবের কর্মকাণ্ড, ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা স্থান পায়।

প্রায় ৫ হাজার মানুষের জন্য ঐতিহ্যবাহী মেজবান রান্নার দায়িত্ব পালন করেন শেফ মাসুম রানা ও তাঁর দল। ক্লাবের কমিটি সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীরা নিরলস পরিশ্রম করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসান চৌধুরী সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং বিশেষভাবে পুরো এক্সিকিউটিভ টিমের নিরলস প্রচেষ্টা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Chittagong Club Australia Event 3

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া জানায়, প্রতিটি মানুষের অবদান ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা কৃতজ্ঞ সবার প্রতি এবং চাই আরও মানুষ যুক্ত হোক মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের কল্যাণে কাজের এই মহৎ প্রয়াসে। আপনাদের দান ও সমর্থন আমাদের ভবিষ্যৎ উদ্যোগগুলোকে আরও সফল করতে সাহায্য করবে।

মেজবান ২০২৫ শুধু খাবারের আয়োজন নয়, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা, ঐতিহ্য সংরক্ষণ এবং সমাজসেবার এক গৌরবময় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৩ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে