logo
প্রবাসের খবর

আবুধাবিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৯ নভেম্বর ২০২৫
Copied!
আবুধাবিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য এস এম দিদারুল আলম।

তিনি বলেন, বাংলাদেশ যতবার খাদের কিনারায় পড়েছে ততবারই সেখান থেকে তুলে এনেছে শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে তারই হাতে গড়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তিনি আরও বলেন, আমরা যে এখানে বসে আছি সেটিও সম্ভব হয়েছে শহীদ জিয়াউর রহমানের অবদানে। ১৯৭৬ সালে জিয়াউর রহমান প্রথমে সৌদি আরব এবং পরে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রম বাজারের চুক্তির মাধ্যমে প্রথম দ্বার উন্মোচন করেন। তারপরই আমরা এদেশগুলোতে আসতে শুরু করি।

আবুধাবির সেন্ড মেরিন রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুধাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ আবুল বশর।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও মোহাম্মদ আরিফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আবুল কালাম, সদস্য নুর হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, জিয়া পরিষদ ইউএই শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাগর হোসেন সাগর। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আব্দুল হামিদ, গাজী সেলিম, মীর নাসির উদ্দিন, শওকত হোসেন, সেলিম উল্লাহ, নিজাম উদ্দিন, নেছারুল হক, গবী হোসেন ও জালাল উদ্দিন প্রমুখ।

সভায় ফারুক আফসারী, আবু তাহের, মোহাম্মদ বাদশা, মাওলানা জাহাঙ্গীর আলম, তারেক আহমেদ, মহিউদ্দিন, বখতিয়ার ও কামালসহ সংগঠনের অনেক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে