logo
প্রবাসের খবর

সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গালা নাইট

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৭ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গালা নাইট

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘বাকৃবি অ্যালামনাই গালা নাইট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির রকডেলের অভিজাত রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজনে সন্ধ্যাজুড়ে ছিল প্রাণের মিলন, হাসি-আনন্দ, স্মৃতিচারণ আর একতার আবেশে ভরপুর অ্যালামনাইদের উচ্ছ্বাস। আরও ছিল আলোকচিত্র বুথ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া পুরস্কার বিতরণ, নৈশভোজ।

Agricultural University Alumni 2

এ ছাড়া, বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশিত হয় ম্যাগাজিন ‘প্রবাসে বাউ (BAU) স্পন্দন’। প্রকাশিত ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ছিলেন ড. নিউটন মুহুরী দেবু, সহযোগী সম্পাদক ড. লতিফ সিদ্দিকী লিটন ও জিয়াউল হক বাবলু।

ধর্মীয় বাণী পাঠ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সংগঠনের সভাপতি আবদুল ওয়ারেস বাবুল তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকল অ্যালামনাই, অতিথি, আয়োজক ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Agricultural University Alumni 4

সাধারণ সম্পাদক ড. আসাদুজ্জামান সেলিম সংগঠনের লক্ষ্য, চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় কার্যকরী পরিষদের সদস্যদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাবেক সভাপতি ড. আনোয়ারুল বকসী বিশেষ শুভেচ্ছা বক্তব্য দেন।

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক কবির চৌধুরী রুবেল এবং সহ-ক্রীড়া সম্পাদক রুমানা ইয়াছমিন।

নবীন ও প্রবীণ অ্যালামনাইদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ছিল সন্ধ্যার অন্যতম আকর্ষণ। এই পর্ব উপস্থাপনা করেন দিনা ও সোহাগ, যাদের প্রাণবন্ত সঞ্চালনা দর্শকদের মুগ্ধ করে।

Agricultural University Alumni 3

র‍্যাফেল ড্র পরিচালনা করেন যুগ্মসচিব সত‍্যজিৎ সাহা আবীর, যেখানে বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হয় অ্যালামনাই শামীম হাসানের একটি শিল্পকর্ম (পেইন্টিং)।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সাংগঠনিক সম্পাদক মেহেরুন সুলতানা সাথী, সহযোগিতায় ছিলেন কার্যকরী সদস্য ড. মোহাম্মদ নাজিম উদ্দীন।

গালা নাইটের মধ্যমনি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন দুই বিশিষ্ট অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ ওয়াজুদ্দিন ও অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।

এক উচ্ছ্বসিত সন্ধ্যার শেষে অংশগ্রহণকারীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক অভিন্ন অনুভব। সিডনির এই গালা নাইট যেন ব্রহ্মপুত্রপাড়ের সেই পুরোনো ক্যাম্পাসের আবহ ফিরিয়ে এনেছিল।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে