
বিডিজেন ডেস্ক

গাম্বিয়ার উপকূলে ২০০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত সাতজন নিহত। এ ঘটনায় নিয়োঁজ রয়েছে রয়েছে।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যায়। এ পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির নৌবাহিনী বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মধ্যরাতের পর গাম্বিয়ান নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। এতে একাধিক নৌবাহিনীর জাহাজ এবং একটি মাছ ধরার নৌকা অংশ নেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরে ডুবে যাওয়া নৌকাটিকে একটি বালুচরে আটকে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন বলে শনাক্ত করা হয়েছে এবং কর্তৃপক্ষ বর্তমানে তাদের পরিচয় যাচাই করছে।
পশ্চিম আফ্রিকা থেকে নৌপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ইচ্ছুক অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য গাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দুতে পরিণত হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জ ইউরোপের মূল ভূখণ্ডে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছায়। অধিকার সংগঠন কামিনান্দো ফ্রোন্তেরাস জানিয়েছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
তবে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানায়, ২০২৫ সালের প্রথম ১১ মাসে পশ্চিম আফ্রিকা রুটে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন ৬০ শতাংশ কমেছে।

গাম্বিয়ার উপকূলে ২০০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত সাতজন নিহত। এ ঘটনায় নিয়োঁজ রয়েছে রয়েছে।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যায়। এ পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির নৌবাহিনী বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মধ্যরাতের পর গাম্বিয়ান নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। এতে একাধিক নৌবাহিনীর জাহাজ এবং একটি মাছ ধরার নৌকা অংশ নেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরে ডুবে যাওয়া নৌকাটিকে একটি বালুচরে আটকে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন বলে শনাক্ত করা হয়েছে এবং কর্তৃপক্ষ বর্তমানে তাদের পরিচয় যাচাই করছে।
পশ্চিম আফ্রিকা থেকে নৌপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ইচ্ছুক অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য গাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দুতে পরিণত হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জ ইউরোপের মূল ভূখণ্ডে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছায়। অধিকার সংগঠন কামিনান্দো ফ্রোন্তেরাস জানিয়েছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
তবে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানায়, ২০২৫ সালের প্রথম ১১ মাসে পশ্চিম আফ্রিকা রুটে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন ৬০ শতাংশ কমেছে।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।