logo
প্রবাসের খবর

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৩০ বছর ধরে একই কথা বলে আসছেন নেতানিয়াহু

আল জাজিরা১৯ জুন ২০২৫
Copied!
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৩০ বছর ধরে একই কথা বলে আসছেন নেতানিয়াহু
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পরমাণু বোমার কার্টুন দেখাচ্ছেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, ইরান পরমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্ত। ২৭ সেপ্টেম্বর ২০১২, নিউইয়র্ক। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন দশকের বেশি সময় ধরে বারবার একটি কথা বলে আসছেন, ইরান শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে।

নেতানিয়াহু কখনো বলেছেন কয়েক বছর, কখনো বলেছেন কয়েক মাসের মধ্যে ইরান পরমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করে ফেলবে। কিন্তু কখনোই তাঁর সেই কথার সত্যতা পাওয়া যায়নি।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য হিসেবে ১৯৯২ সালে নেতানিয়াহু এক অধিবেশনে বক্তব্য দেন। ওই অধিবেশন থেকেই তিনি দাবি করে আসছেন, তেহরান মাত্র কয়েক বছরের মধ্যেই পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবে।

ওই বছর নেসেটের অধিবেশনে নেতানিয়াহু বলেন, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ইরান নিজেরাই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে।

১৯৯৬ সালের ১০ জুলাই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্যে নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেছিলেন। ওয়াশিংট, ১৯৯৬ সালের জুলাই। ছবি এএফপি
১৯৯৬ সালের ১০ জুলাই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্যে নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেছিলেন। ওয়াশিংট, ১৯৯৬ সালের জুলাই। ছবি এএফপি

১৯৯৬ সালের ১০ জুলাই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্যে নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেছিলেন। ওয়াশিংট, ১৯৯৬ সালের জুলাইছবি: এএফপি

নেতানিয়াহু ১৯৯৫ সালে তাঁর লেখা বই ‘ফাইটিং টেরোরিজম’ বইয়েও উল্লেখ করেছিলেন।

নেতানিয়াহুর এই ‘আসন্ন হুমকির বোধ’ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরিতে বেশ প্রভাব ফেলেছে। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেশনাল কমিটির সামনে বক্তব্য দেন। তখনো তিনি দাবি করেন, ইরাক ও ইরান—দুই দেশই পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্রতিযোগিতায় নেমেছে। তখন তিনি ইরাকে হামলা চালাতেও যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন।

এর কিছুদিন পরই গণবিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে—এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। কিন্তু পরে সেখানে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি।

২০০৯ সালে উইকিলিকসের ফাঁস করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক গোপন তারবার্তায় দেখা যায়, নেতানিয়াহু কংগ্রেস সদস্যদের বলেন, ইরান ১-২ বছরের মধ্যেই পারমাণবিক ক্ষমতা অর্জন করে ফেলবে।

যুক্তরাষ্ট্রের ইহুদিদের সংগঠন আইপ্যাকে বক্তৃতাকালেও তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেন। ২০১৪ সালের ৪ মার্চ, ওয়াশিংটন। ছবি– রয়টার্স
যুক্তরাষ্ট্রের ইহুদিদের সংগঠন আইপ্যাকে বক্তৃতাকালেও তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেন। ২০১৪ সালের ৪ মার্চ, ওয়াশিংটন। ছবি– রয়টার্স

এর ৪ বছর পর ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহু একটি কার্টুন বোমার ছবি দেখিয়ে বলেন, পরের বসন্তে, সর্বোচ্চ আগামী গ্রীষ্মেই ইরান মাঝারি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ করে পরমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপে চলে যাবে।

ইরানের পরমাণবিক কর্মসূচি নিয়ে উগ্রবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রীর সেই প্রথম সতর্কবার্তা দেওয়ার পর ৩০ বছরের বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু ইরান পরমাণবিক বোমা তৈরি করেনি।

গত শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইসরায়েল ইরানে সরাসরি হামলা চালিয়েছে। আর নেতানিয়াহু এখনো বলছেন, যদি ইরানকে থামানো না যায়, তারা খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে। এমনকি ‘কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যেই এই সক্ষমতা অর্জন করতে পারে’।

তবে এসব দাবির বিপরীতে এই বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।

তবুও নেতানিয়াহু ৩০ বছর আগে যেমন বলেছিলেন, এখনো তাঁর বার্তা তেমনই থাকছে। এ যেন গোয়েন্দা তথ্য বা কূটনৈতিক ঘটনাবলির বাইরে দাঁড়িয়ে থাকা এক দীর্ঘস্থায়ী সতর্কবার্তা।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

২০ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে