logo
প্রবাসের খবর

সৌদিতে ৫০ শতাংশ ছাড়ে ট্রাফিক আইনের জরিমানা দেওয়া যাবে কতদিন?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ অক্টোবর ২০২৪
Copied!
সৌদিতে ৫০ শতাংশ ছাড়ে ট্রাফিক আইনের জরিমানা দেওয়া যাবে কতদিন?
এক সপ্তাহে সৌদি আরবে ২২ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছে।

গত এপ্রিল থেকে ছয় মাসের জন্য ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা ৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছিল সৌদি আরব সরকার। এই সুবিধা অক্টোবরের ১৮ তারিখের পর মিলবে না বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশ অনুসারে এই উদ্যোগটি চালু করা হয়েছিল।

এর লক্ষ্য ছিল, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের দ্রুত জরিমানা নিষ্পত্তি করতে উৎসাহিত করা।সৌদি অর্থ মন্ত্রণালয় এবং ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

ওই সময় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন লঙ্ঘনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে ৫০ শতাংশ কম জরিমানা দিতে পারবেন। তারা চাইলে একবারে সমস্ত জরিমানা দিতে পারবেন অথবা প্রতিটি জরিমানা পৃথকভাবে নিষ্পত্তি করতে পারবেন, যদি না তারা কোনো নিরাপত্তাসম্পর্কিত অপরাধ করেন।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণকে সন্দেহজনক লিঙ্ক, কল এবং জরিমানা প্রদান পরিষেবা প্রদানকারী ওয়েবসাইটগুলোর বিষয়ে সতর্ক থাকতে বলেছে। তাদেরকে শুধুমাত্র অফিসিয়াল মাধ্যমে অর্থপ্রদানের জন্য বলা হয়েছে।

এই ডিসকাউন্ট সময়ের পরে ঘটা যেকোনো আইন লঙ্ঘনের জন্য ফের ট্রাফিক আইনের ৭৫ ধারা বলবৎ করা হবে। ৭৫ ধারা অনুযায়ী, একবার আইন লঙ্ঘনের জন্য জরিমানা ২৫ শতাংশ হ্রাস করার সুযোগ দেওয়া হয়।তবে জরিমানা হওয়ার পর তা সময়মতো পরিশোধ না করা হলে সম্ভাব্য কারাদণ্ড ও আইনি পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

২১ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

২১ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে