logo
প্রবাসের খবর

এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৫
Copied!
এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
ছবি: সংগৃহীত

আমেরিকার সান ফ্রান্সিসকোতে সম্প্রতি অনুষ্ঠিত টেক সম্মেলন ড্রিমফোর্সে সেলসফোর্সের প্রোডাক্টিভিটি ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম স্ল্যাক তাদের কাঠামোতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। তারা স্ল্যাককে একটি ‘এজেন্টিক অপারেটিং সিস্টেম’ হিসেবে উপস্থাপন করেছে, যেখানে মানুষ, ডেটা, এজেন্ট, এআই একত্রিত হয়ে একটি কথোপকথনভিত্তিক ওয়ার্কস্পেসে কাজের প্রতিটি ধাপ বা ওয়ার্কফ্লো সম্পন্ন করবে। কোম্পানিটি জানিয়েছে, এই পদক্ষেপ কাজের মৌলিক ধারণা বদলে দিচ্ছে, যেখানে মানুষ ও এআই এজেন্টরা নির্বিঘ্নে তথ্য ও কথোপকথনের ভিত্তিতে একত্রে কাজ করবে, যা বাড়াবে উৎপাদনশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের গতি।

এই আপডেটে সেলসফোর্সের এজেন্টফোর্স সেলস, আইটি ও এইচআর সার্ভিস এবং ট্যাবলোকে স্ল্যাকে সংযুক্ত করা হয়েছে। এতে টিমগুলো আলাদা কোনো অ্যাপ বা ড্যাশবোর্ডের সাহায্য ছাড়াই গ্রাহকদের তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও এআই টুলসমূহ ব্যবহার করতে পারবে। সম্প্রতি বিশ্বখ্যাত রিসার্চ ফার্ম বোস্টন কনসালটিং গ্রুপের (https://media-publications.bcg.com/BCG-Wheres-the-Value-in-AI.pdf) এক গবেষণায় দেখা গেছে, কর্মীদের প্রোডাক্টিভিটি ৩০ শতাংশ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের লাভ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আবার গ্লোবাল মার্কেট-ইন্টেলিজেন্স এবং অ্যাডভাইসরি সার্ভিসেস ফার্ম আইডিসির পূর্বাভাস (https://my.idc.com/getdoc.jsp?containerId=prUS53290725) মতে, ২০৩০ সাল নাগাদ বৈশ্বিক অর্থনীতিতে এআইয়ের প্রভাব ২২ ট্রিলিয়ন ডলার ছাড়াবে।

প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে এজেন্টফোর্স চ্যানেল এক্সপার্ট, যা ইন-চ্যানেল এআই এজেন্ট হিসেবে কাজ করবে। গ্রাহকদের থেকে প্রায়ই আসা প্রশ্নসমূহ ছাড়াও এটি বিভিন্ন প্রক্রিয়া ও নিয়মকানুন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম। এতে এসকল কাজে কর্মীদের সময় দিতে হবে না যার ফলে কৌশলগত কাজে আরও মনোযোগী হতে পারবে তারা। অন্য ফিচারসমূহের মধ্যে এজেন্টফোর্স সেলস পাইপলাইন ব্যবস্থাপনার রিয়েল-টাইম ইনসাইটস ও রেকর্ড আপডেট করে থাকে। অন্যদিকে এজেন্টফোর্স আইটি ও এইচআর সার্ভিসগুলো মানবসম্পদ বিষয়ক সমাধান দেয় ও এজেন্টফোর্স ট্যাবলো কথোপকথনের মাঝে লাইভ ড্যাশবোর্ড ও বিশ্লেষণ যুক্ত করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে।

এ ছাড়াও, স্ল্যাক তাদের স্ল্যাকবটকে পুনর্নির্মাণ করেছে, যা এখন ব্যক্তিগত এআই সহকারী হিসেবে কাজ করে থাকে। প্রজেক্ট প্ল্যান তৈরি, রিপোর্ট বিশ্লেষণ, করণীয় নির্ধারণ এবং গুগল ড্রাইভ, সেলসফোর্স, ওয়ান ড্রাইভ ইত্যাদি প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এটি। সেলসফোর্স টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি হোয়াইট বলেন, ‘স্ল্যাকবট আমাদের দেখাচ্ছে উৎপাদনশীলতার আগামী যুগ কেমন হবে: এআই প্রত্যেক কর্মীর সঙ্গে ব্যক্তিগত সহচর হিসেবে কাজ করবে। এতে আমাদের সেলসফোর্সের টিমসমূহের অগোছালো কাজ গোছাতে কম সময় লাগছে ফলে গ্রাহকদের উপকারে আসে এমন অর্থবহ কাজে অধিক সময় দিতে সক্ষম হচ্ছেন তারা।’

নতুন আপডেটে ডেভেলপার ও এন্টারপ্রাইজসমূহের জন্য রিয়েল টাইম সার্চ (আরটিএস) এপিআই, মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) সার্ভার এবং এআই ডেভেলপার টুলকিটের মতো টুলস যুক্ত করা হয়েছে, যার ফলে ওপেন এআই, এনথ্রোপিক, গুগল, পারপ্লেক্সিটি, ড্রপবক্স ও নোশনের মতো পার্টনার প্রতিষ্ঠানসমূহ স্ল্যাক ব্যবহার করে কনটেক্সট-এওয়্যার এআই এজেন্ট তৈরি করতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৩ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে