logo
প্রবাসের খবর

টরন্টোয় জমকালো আয়োজনে বিআরসি গালা নাইট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ ডিসেম্বর ২০২৫
Copied!
টরন্টোয় জমকালো আয়োজনে বিআরসি গালা নাইট

কানাডার অন্টারিও প্রদেশের রাজধারী টরন্টোয় বাংলাদেশি রিয়েল্টরদের সংগঠন বাংলাদেশি রিয়েল্টরস ইন কানাডার (বিআরসি) বার্ষিক আয়োজন ‘বিআরসি গালা নাইট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর ব্রাইটন কনভেনশন সেন্টারে জমকালো এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শহরের আমন্ত্রিত সুধীবর্গ, রিয়েল্টরদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আড্ডা, নাচ–গান আর পারস্পরিক সৌহার্দ বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ভিন্নমাত্রা নেয়। বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

গালা নাইটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকার এমপিপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম ও সিটি কাউন্সিলর পার্থি কান্দিভেল।

জনপ্রিয় উপস্থাপক অজন্তা চৌধুরী জমকালো এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

Gala Night 2

স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক রিয়েল্টর মনির ইসলাম। কর্মকর্তা শান দে আহ্বায়ক মনির ইসলাম এবং নতুন পরিচালকদের পরিচয় করিয়ে দেন।

ওয়ালি ইসলাম বিআরসির স্কলারশিপ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এবং পরিচালকেরা বিজয়ীদের হাতে স্কলারশিপ তুলে দেন।

ডলি বেগম তার বক্তব্যে বাংলাদেশি রিয়েল্টরদের পেশাদারত্ব এবং কানাডার রিয়েল এস্টেট মার্কেটে তাদের ভুমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি কানাডিয়ান রিয়েল্টররা ব্যবসার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিকে মূলধারায় শক্তভাবে দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।

মনির ইসলাম কমিউনিটি ও কানাডার মূলধারায় বিআরসির ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশি কানাডিয়ান রিয়েল্টররা পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। বিআরসির মাধ্যমে তারা রিয়েল্টরদের পাশাপাশি বাড়ির ক্রেতাদের স্বার্থ সংরক্ষণকেও প্রাধান্য দিচ্ছেন।

অনুষ্ঠানে ‘বিআরসি গালা নাইট ২০২৫’–এর মূল স্পন্সর ব্যারিস্টার সূর্য চক্রবর্তীও বক্তব্য দেন।

পরে ডলি বেগম ও পার্থি কান্দিভেল ব্যারিষ্টার সূর্য চক্রবর্তীর হাতে ক্রেস্ট তুলে দেন।

Gala Night 3

বিআরসি গালা নাইটের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পী হিসেবে এতে সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী প্রতীক হাসান ও সুমনা গাঙ্গুলি। এর আগে নতুন প্রজন্মের ব্যান্ড শিল্পী ফাবিয়ান চৌধুরী গান পরিবেশন করেন। নৃত্যশিল্পী বিন্দি একক এবং তাপস দেব ও নয়ন যৌথভাবে নৃত্য পরিবেশন করেন।

সাংস্কৃতিক পর্বে শিল্পীদের যন্ত্রাংশে সহায়তা করে যথাক্রমে রুপতনু শর্মা, রনি পালমার, আবির, ঝলক, শুভ, রিজভি, মোহন প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের ব্যাপক প্রশংসা অর্জন করে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে