logo
প্রবাসের খবর

ফিনল্যান্ডের যেখানে সূর্য অস্ত যায় না

জামান সরকার, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে০৬ মে ২০২৫
Copied!
ফিনল্যান্ডের যেখানে সূর্য অস্ত যায় না
ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের উত্তরের ল্যাপল্যান্ড অঞ্চলে গ্রীষ্মকালে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটে—মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। এই সময়ে সূর্য একটানা ২৪ ঘণ্টা আকাশে থাকে, রাতেও অস্ত যায় না। এই অনন্য অভিজ্ঞতা প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে।

কোথায় দেখা যায় এই মিডনাইট সান

ফিনল্যান্ডের প্রায় এক-চতুর্থাংশ অঞ্চল আর্কটিক সার্কেলের উত্তরাংশে অবস্থিত। এই অঞ্চলের কিছু স্থানে গ্রীষ্মকালে সূর্য একটানা ২৪ ঘণ্টা আকাশে থাকে। উদাহরণস্বরূপ, কিলপিসইয়ারভি (Kilpisjärvi) নামক স্থানে ২২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সূর্য অস্ত যায় না।

Midnight Sun 2

হেলসিংকিতে দিনের দৈর্ঘ্য

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, ২১ জুন ২০২৫ তারিখে সূর্যোদয় হবে সকাল ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে রাত ১০টা ৫০ মিনিটে, অর্থাৎ দিনের দৈর্ঘ্য প্রায় ১৭ ঘণ্টা।

Midnight Sun 4

মিডসামার উৎসব

ফিনল্যান্ডে জুন মাসের তৃতীয় সপ্তাহে মিডসামার (Juhannus) উৎসব পালিত হয়, যা গ্রীষ্মকালে সূর্যাস্তের সময়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই সময় মানুষজন লেকের ধারে বা গ্রামে গিয়ে বনফায়ার জ্বালায়, সনা (স্নানঘর) ব্যবহার করে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটায়।

Midnight Sun 3

এই অভিজ্ঞতা কেমন

মিডনাইট সান অভিজ্ঞতা ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের সঙ্গে মিলিয়ে এক অনন্য অনুভূতি প্রদান করে। এই সময়টিতে পর্যটকরা হাইকিং, কায়াকিং, মাছ ধরা এবং ক্যাম্পিংয়ের মতো বিভিন্ন আউটডোর কার্যকলাপে অংশ নিতে পারেন।

পরিশেষে

মিডনাইট সান ফিনল্যান্ডের একটি অনন্য প্রাকৃতিক ঘটনা, যা দেশের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে দেখা যায়। এই সময় সূর্য একটানা আকাশে থাকে, যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। যারা প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্য ফিনল্যান্ডের মিডনাইট সান একটি অবশ্যই দেখার মতো ঘটনা।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৫ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৭ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৮ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে