logo
প্রবাসের খবর

ফিনল্যান্ডের যেখানে সূর্য অস্ত যায় না

জামান সরকার, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে০৬ মে ২০২৫
Copied!
ফিনল্যান্ডের যেখানে সূর্য অস্ত যায় না
ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের উত্তরের ল্যাপল্যান্ড অঞ্চলে গ্রীষ্মকালে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটে—মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। এই সময়ে সূর্য একটানা ২৪ ঘণ্টা আকাশে থাকে, রাতেও অস্ত যায় না। এই অনন্য অভিজ্ঞতা প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে।

কোথায় দেখা যায় এই মিডনাইট সান

ফিনল্যান্ডের প্রায় এক-চতুর্থাংশ অঞ্চল আর্কটিক সার্কেলের উত্তরাংশে অবস্থিত। এই অঞ্চলের কিছু স্থানে গ্রীষ্মকালে সূর্য একটানা ২৪ ঘণ্টা আকাশে থাকে। উদাহরণস্বরূপ, কিলপিসইয়ারভি (Kilpisjärvi) নামক স্থানে ২২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সূর্য অস্ত যায় না।

Midnight Sun 2

হেলসিংকিতে দিনের দৈর্ঘ্য

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, ২১ জুন ২০২৫ তারিখে সূর্যোদয় হবে সকাল ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে রাত ১০টা ৫০ মিনিটে, অর্থাৎ দিনের দৈর্ঘ্য প্রায় ১৭ ঘণ্টা।

Midnight Sun 4

মিডসামার উৎসব

ফিনল্যান্ডে জুন মাসের তৃতীয় সপ্তাহে মিডসামার (Juhannus) উৎসব পালিত হয়, যা গ্রীষ্মকালে সূর্যাস্তের সময়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই সময় মানুষজন লেকের ধারে বা গ্রামে গিয়ে বনফায়ার জ্বালায়, সনা (স্নানঘর) ব্যবহার করে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটায়।

Midnight Sun 3

এই অভিজ্ঞতা কেমন

মিডনাইট সান অভিজ্ঞতা ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের সঙ্গে মিলিয়ে এক অনন্য অনুভূতি প্রদান করে। এই সময়টিতে পর্যটকরা হাইকিং, কায়াকিং, মাছ ধরা এবং ক্যাম্পিংয়ের মতো বিভিন্ন আউটডোর কার্যকলাপে অংশ নিতে পারেন।

পরিশেষে

মিডনাইট সান ফিনল্যান্ডের একটি অনন্য প্রাকৃতিক ঘটনা, যা দেশের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে দেখা যায়। এই সময় সূর্য একটানা আকাশে থাকে, যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। যারা প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্য ফিনল্যান্ডের মিডনাইট সান একটি অবশ্যই দেখার মতো ঘটনা।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

২০ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে