logo
প্রবাসের খবর

সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ম্যাককোয়ারি ফিল্ডসের ম্যাককোয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মসূচি। কমিউনিটি সংগঠন ‘মি. পারফেক্ট’ আয়োজন করে এ ফ্রি কমিউনিটি বারবিকিউ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড।

Awareness program in Sydney 2

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ‘মি. পারফেক্ট’ শুধুমাত্র একটি সাধারণ বারবিকিউ আয়োজন নয়, বরং এটি পুরুষদের মানসিক স্বাস্থ্যের কল্যাণে কাজ করা একটি সামাজিক উদ্যোগ। আড্ডা, গল্পগুজব ও খোলামেলা আলাপচারিতার মাধ্যমে পুরুষদের একে অপরের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

Awareness program in Sydney 3

অনুষ্ঠানের আয়োজক ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর আশিকুর রহমান এশ জানান, অংশগ্রহণকারীরা আবহাওয়া, কাজের চাপ, ফুটবল, পারিবারিক চ্যালেঞ্জ কিংবা জীবনের নানা পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলা ও একে অপরকে শোনার মাধ্যমে তারা মানসিক স্বস্তি পান। বাইরে সূর্যের আলোতে বসে সময় কাটানো যেমন স্বাস্থ্যকর, তেমনি কোভিড-পরবর্তী একাকীত্ব কাটাতেও এটি কার্যকর ভূমিকা রাখছে।

Awareness program in Sydney 4

আয়োজকদের পক্ষে মো. শফিকুল আলম জানান, ‘মি. পারফেক্ট’ কমিউনিটির সদস্যরা শুধু বারবিকিউতেই সীমাবদ্ধ নন। তারা সাইক্লিং, কফি আড্ডা কিংবা অন্য সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি সহায়ক নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এই প্রয়াসকে স্থানীয়রা প্রশংসা করেছেন।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে