logo
প্রবাসের খবর

সৌদির ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ ভিসা পেলেন ১২৩৮ বিদেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ নভেম্বর ২০২৪
Copied!
সৌদির ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ ভিসা পেলেন ১২৩৮ বিদেশি
শ্রম আইনে কর্মীদের জন্য ইতিবাচক বদল আনছে সৌদি আরব।

সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা পেলেন ১ হাজার ২৩৮ জন বিদেশি বিনিয়োগকারী। দেশটির বিনিয়োগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গতকাল সোমবার রিয়াদে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট কনফারেন্সে যোগ দিয়ে সৌদির বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ জানান, এক বছরের কম সময়ে ১ হাজার ২৩৮ জন বিদেশি বিনিয়োগকারী ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ ভিসা পেয়েছেন।

সৌদি সরকার জানায়, যারা প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা পেয়েছেন তারা সৌদি আরবেও নিজ দেশের মতো সুযোগ সুবিধা পাবেন।

দক্ষ প্রবাসী এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সৌদি আরব প্রিমিয়াম রেসিডন্সি ভিসা চালু করে।

জ্বালানি তেলের দ্বিতীয় বৃহত্তম মজুতের মালিক সৌদি। তবে গত বেশ কয়েক বছর ধরে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে চাইছে দেশটি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ২০১৯ সালে প্রথম প্রণয়ন করা হয়েছিল প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা। সৌদির অভ্যন্তরে শুল্কমুক্ত ভ্রমণ, পরিবারের সদস্যদের নিয়ে আসা, জমি বা ফ্ল্যাট কেনা, স্পনসর ছাড়াই ব্যবসা প্রভৃতি সুবিধা প্রিমিয়াম রেসিডেন্স ভিসাধারীরা।

তবে এই ভিসা দেওয়া হতো বেছে বেছে, এবং অল্প সংখ্যক বিদেশিদের। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আরও বেশি সংখ্যক মেধাবী-দক্ষ প্রবাসী ও সামর্থ্যবান বিদেশি বিনিয়োগকারীকে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা প্রদান করা হবে। পাশাপাশি এই ভিসাধারীরা সর্বোচ্চ ৪০ লাখ ডলারের সম্পত্তি রাখতে পারবেন সৌদিতে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৪ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৫ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে