logo
প্রবাসের খবর

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়: ৩ বাংলাদেশি নাগরিক উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ডিসেম্বর ২০২৫
Copied!
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়: ৩ বাংলাদেশি নাগরিক উদ্ধার
ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হয়েছে। ছবি: রয়টার্স

ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসের পর শ্রীলঙ্কায় চলমান যৌথ অভিযানের মাধ্যমে ১৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

শ্রীলঙ্কার বিমানবাহিনীর সমন্বয়ে ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্ত থেকে চেতক হেলিকপ্টার এবং ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার ব্যাপক উদ্ধার অভিযান চালায়। এসব অভিযানে আটকাপড়া মানুষ—গর্ভবতী নারী, শিশু ও গুরুতর আহত ব্যক্তিদের, আকাশপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, জার্মানি, স্লোভেনিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, বেলারুশ, ইরান, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের নাগরিক ছিলেন।

তার মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক, ইউএনবিকে জানান এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ঘূর্ণিঝড় ডিটওয়া আঘাত হানার পর জরুরি অনুসন্ধান ও উদ্ধার এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (HADR) কার্যক্রম সরবরাহের লক্ষ্য নিয়ে ভারত ২৮ নভেম্বর ‘অপারেশন সাগর বন্ধু’ শুরু করে।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৮ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে