logo
প্রবাসের খবর

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২০ ডিসেম্বর ২০২৫
Copied!
সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি আব্দুল খান রতনের আমন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

হোসেন কবিরের সঞ্চালনায় সভায় ড. আইয়াজ চৌধুরী, কাউন্সিলর মাসুদ চৌধুরী, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু, সাবেক কাউন্সিলর সানজিদা আখতার, বিসিবি সাবেক কর্মকর্তা সজিব, সৈয়দ আকরামউল্লাহ ও শাহিনুল ইসলামসহ নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

Exchange of views in Sydney 2

আইয়াজ চৌধুরী বলেন, এএফসি উইমেন্স এশিয়ান কাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি নারী ফুটবলের অগ্রযাত্রা ও বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করার একটি বড় সুযোগ।

সভায় বক্তারা উল্লেখ করেন, ২০২৬ সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা চলবে ১ মার্চ থেকে ২১ মার্চ ২০২৬ পর্যন্ত। এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো মূলপর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে, যা দেশের নারী ফুটবলের জন্য একটি ঐতিহাসিক অর্জন।

কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

Exchange of views in Sydney 3

কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ঐক্যবদ্ধভাবে দলকে সমর্থন জানালে এটি খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে।

বক্তারা বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেললেও বাংলাদেশ নারী দল সাম্প্রতিক বছরগুলোতে যে অগ্রগতি দেখিয়েছে, তাতে ভালো পারফরম্যান্সের ব্যাপারে সবাই আশাবাদী। তারা বাফুফে প্রতিনিধি আব্দুল খান রতনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে প্রবাসী কমিউনিটি ও জাতীয় দলের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং ভবিষ্যতে এএফসি উইমেন্স এশিয়ান কাপকে ঘিরে আরও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

Exchange of views in Sydney 4

সভায় আরও জানানো হয়, গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচের সূচি নিম্নরূপ—

  • ৩ মার্চ ২০২৬, প্রতিপক্ষ চীন

ভেন্যু: ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি, অস্ট্রেলিয়া

  • ৬ মার্চ ২০২৬, প্রতিপক্ষ উত্তর কোরিয়া

ভেন্যু: ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি, অস্ট্রেলিয়া

  • ৯ মার্চ ২০২৬, প্রতিপক্ষ উজবেকিস্তান

ভেন্যু: এইচবিএফ পার্ক (Perth Rectangular Stadium), পার্থ

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে