
বিডিজেন ডেস্ক

মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। দরিদ্রতম ১০ দেশের মধ্যে ৯টিই আফ্রিকা মহাদেশের।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশ হলো—
১. দক্ষিণ সুদান (আফ্রিকা)
দক্ষিণ সুদানের মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ (ইউএস) ডলার।
২. বুরুন্ডি (আফ্রিকা)
বুরুন্ডির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ (ইউএস) ডলার।
৩. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (আফ্রিকা)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ (ইউএস) ডলার।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (আফ্রিকা)
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ (ইউএস) ডলার।
৫. মোজাম্বিক (আফ্রিকা)
মোজাম্বিকের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ (ইউএস) ডলার।
৬. নাইজার (আফ্রিকা)
নাইজারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ (ইউএস) ডলার।
৭. মালাউই (আফ্রিকা)
মালাউইর মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ (ইউএস) ডলার।
৮. লাইবেরিয়া (আফ্রিকা)
লাইবেরিয়ার মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ (ইউএস) ডলার।
৯. মাদাগাস্কার (আফ্রিকা)
মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ (ইউএস) ডলার।
১০. ইয়েমেন
পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনের মাথাপিছু জিডিপি ২ হাজার (ইউএস) ডলার।
তথ্যসূত্র: ফোর্বস ইন্ডিয়া

মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। দরিদ্রতম ১০ দেশের মধ্যে ৯টিই আফ্রিকা মহাদেশের।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশ হলো—
১. দক্ষিণ সুদান (আফ্রিকা)
দক্ষিণ সুদানের মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ (ইউএস) ডলার।
২. বুরুন্ডি (আফ্রিকা)
বুরুন্ডির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ (ইউএস) ডলার।
৩. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (আফ্রিকা)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ (ইউএস) ডলার।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (আফ্রিকা)
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ (ইউএস) ডলার।
৫. মোজাম্বিক (আফ্রিকা)
মোজাম্বিকের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ (ইউএস) ডলার।
৬. নাইজার (আফ্রিকা)
নাইজারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ (ইউএস) ডলার।
৭. মালাউই (আফ্রিকা)
মালাউইর মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ (ইউএস) ডলার।
৮. লাইবেরিয়া (আফ্রিকা)
লাইবেরিয়ার মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ (ইউএস) ডলার।
৯. মাদাগাস্কার (আফ্রিকা)
মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ (ইউএস) ডলার।
১০. ইয়েমেন
পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনের মাথাপিছু জিডিপি ২ হাজার (ইউএস) ডলার।
তথ্যসূত্র: ফোর্বস ইন্ডিয়া
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।