logo
প্রবাসের খবর

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়

প্রতিবেদক, বিডিজেন১২ মে ২০২৫
Copied!
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়
টেস্টকে বিদায় জানালেন বিরাট কোহলি

টেস্ট ক্রিকেটে একটি বড় অধ্যায়েরই পরিসমাপ্তি ঘটল আজ। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছন। নিজের ইনস্টাগ্রামে তিনি একটি পোস্টে বিদায়ের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন। কোহলি এখন থেকে শুধু খেলবেন ৫০ ওভারের ক্রিকেট।

ইনস্টাগ্রাম পোস্টে অবসর ঘোষণায় কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু (ভারতীয় দলের গাঢ় নীল টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে এই ফরম্যাট আমাকে কোথায় টেনে নিয়ে যাবে, সেসব আদৌ মাথায় ছিল না। কল্পনাও করিনি কিছু। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষায় ফেলেছে, আবার অনেক কিছু শিখিয়েছে, যা সারাজীবন বয়ে বেড়াব।’

কোহলির টেস্ট অভিষেক হয়েছিল ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২৩টি টেস্ট খেলে কোহলি ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯ হাজার ২৩০ রান। ইনস্টাগ্রাম পোস্টে কোহলি টেস্ট ক্রিকেট নিয়ে নিজের উপলব্ধির কথা লিখেছেন, ‘সাদা পোশাকে খেলার মধ্য গভীর একটা ব্যক্তিগত অনুভূতি কাজ করে। এতে আছে নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘ সংগ্রাম, ছোট ছোট কিছু মুহূর্ত—এসব অনেকেরই চোখে পড়ে না। কিন্তু এগুলোই সেই অনুভূতি, যা সারা জীবন মনে গেঁথে থাকে একজন ক্রিকেটারের।’

টেস্ট থেকে কোহলির অবসর কিছুটা অপ্রত্যাশিতই। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কিছু দিন আগেই নাকি টেস্ট ক্রিকেটকে বিদায়ের কথা বলেছিলেন বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে। বিসিসিআই কোহলিকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাই বলছে। তবে কোহলি এ ব্যাপারে মনস্থির করেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে, ‘টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়াটা সহজ কোনো সিদ্ধান্ত নয়। তবে ভেবেচিন্তে এটিকে আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে যা দিয়েছি, এটি আমাকে ফিরিয়ে দিয়েছে তারচেয়েও অনেক বেশি কিছু।’

ভারতীয় ক্রিকেটের ২৬৯তম টেস্ট ক্রিকেটার কোহলি। এটি যে তাঁর কাছে বিশেষ কিছু সেটি বলেছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান, ‘আমি ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। সবার প্রতি ভালোবাসা, যারা আমাকে সম্মানিত করেছেন। আমার টেস্ট ক্যারিয়ারের দিকে তাকালে সব সময়ই আমার মুখে একটা হাসি ফুটে উঠবে।’

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৪ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৫ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে