
বিডিজেন ডেস্ক

দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় হজযাত্রীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ তাঁবুতে থাকার নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার।
আজ বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় ৪৯তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের ফাঁকে বিভিন্ন দেশের হজ মিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ এ নির্দেশনার কথা জানান।
তাওফিক আল-রাবিয়াহ বলেন, ‘এলোমেলোভাবে দলবদ্ধ হাঁটা জনস্রোতের গতি ব্যাহত করতে পারে এবং এতে হজযাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী জানান, পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের চলাচলে নির্ধারিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার ক্ষেত্রে হেঁটে না গিয়ে নির্ধারিত পরিবহন ব্যবহার করতে হবে। জনস্রোতের গতি সুশৃঙ্খল রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত যাতায়াত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হজযাত্রীদের গ্র্যান্ড মসজিদ, পবিত্র স্থান বা গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে ‘নুসুক কার্ড’ ব্যবহার করা বাধ্যতামূলক বলেও জানান মন্ত্রী আল-রাবিয়াহ।
তিনি বলেন, ‘হজের প্রতিটি রীতি সঠিকভাবে পালনে ও যেকোনো অনিয়ম প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হাতিয়ার।’
মন্ত্রী আল-রাবিয়াহ জানান, এবারের হজ মৌসুমে অনুমতিপত্র যাচাইয়ের কাজে জোর দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদ ও পূর্ণাঙ্গ হজ অভিজ্ঞতা লাভ করতে পারেন।

দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় হজযাত্রীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ তাঁবুতে থাকার নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার।
আজ বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় ৪৯তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের ফাঁকে বিভিন্ন দেশের হজ মিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ এ নির্দেশনার কথা জানান।
তাওফিক আল-রাবিয়াহ বলেন, ‘এলোমেলোভাবে দলবদ্ধ হাঁটা জনস্রোতের গতি ব্যাহত করতে পারে এবং এতে হজযাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী জানান, পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের চলাচলে নির্ধারিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার ক্ষেত্রে হেঁটে না গিয়ে নির্ধারিত পরিবহন ব্যবহার করতে হবে। জনস্রোতের গতি সুশৃঙ্খল রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত যাতায়াত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হজযাত্রীদের গ্র্যান্ড মসজিদ, পবিত্র স্থান বা গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে ‘নুসুক কার্ড’ ব্যবহার করা বাধ্যতামূলক বলেও জানান মন্ত্রী আল-রাবিয়াহ।
তিনি বলেন, ‘হজের প্রতিটি রীতি সঠিকভাবে পালনে ও যেকোনো অনিয়ম প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হাতিয়ার।’
মন্ত্রী আল-রাবিয়াহ জানান, এবারের হজ মৌসুমে অনুমতিপত্র যাচাইয়ের কাজে জোর দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদ ও পূর্ণাঙ্গ হজ অভিজ্ঞতা লাভ করতে পারেন।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।