logo
প্রবাসের খবর

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৫
Copied!
সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০
অস্ট্রেলিয়ান পুলিশ। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির এক সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিহতদের মধ্যে এক বন্দুকধারীও রয়েছেন।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সিডনির বন্দাই বিচে এ ঘটনা ঘটে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া, দুই পুলিশ সদস্যও গুলিতে আহত হয়েছেন।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে বলেছে, “পুলিশি অভিযান চলছে এবং আমরা এখনো লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।”

স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, “আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি এবং সেখানে সর্বত্র রক্ত।”

এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহপ্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন এক সাক্ষাৎকারে বলেছেন, “এই গুলির ঘটনা ‘হানুক্কা’ নামে ইহুদিদের একটি উৎসবে ঘটে, যা সূর্যাস্তের সময় শুরু হয়েছিল।”

অ্যালেক্স রিভচিন আরও বলেন, “এটি ইহুদি সম্প্রদায়ের একতা বৃদ্ধির একটি অনুষ্ঠান ছিল, যেখানে তারা একটি অনুষ্ঠান উদ্‌যাপন করতে একত্রিত হয়। যদি আমাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তবে ঘটনাটির মাত্রা এমন ছিল যে, আমাদের কেউই কল্পনা করতে পারেনি। এটি একটি ভয়াবহ ঘটনা।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”

সিডনির লিন্ট ক্যাফেতে একজন বন্দুকধারী ১৮ জনকে জিম্মি করার প্রায় ১১ বছর পূর্ণ হওয়ার সময়ে এমন ঘটনা আবার দেখল অস্ট্রেলিয়া।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে