

বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লটারিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে লাকি ডে ড্রতে ২৫১০১৮ নম্বরের সৌভাগ্যবান টিকিটধারী ব্যক্তি সবগুলো নম্বর মেলাতে সক্ষম হয়ে জিতে নিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ জ্যাকপট পুরস্কার ১০ কোটি দিরহাম।
ইউএই লটারি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ২৩তম ড্রতে সঠিক ৭টি নম্বর মিলিয়ে বিজয়ী হয়েছেন ওই টিকিটধারী। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জেতা নম্বরগুলো হলো: ৭, ১০, ১১, ১৮, ২৫, ২৯ (দৈনিক সেট) এবং ১১ (মাসিক সেট)।
জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখ ৩৫ হাজার ৩৭২টি টিকিটের মধ্যে ১টির।
লাকি ডে ড্র প্রতি দুই শনিবার ইউটিউবে অনুষ্ঠিত হয়। এই ড্রতে আরও ৭ জন টিকিটধারী নিশ্চিতভাবে পান ১ লাখ দিরহামঅ এ ছাড়া, এদিন আরও ৩ জন পান একই অঙ্কের তৃতীয় পুরস্কার।
ইউএই লটারির নিয়ম অনুযায়ী, বড় পুরস্কার দাবি করতে হলে বিজয়ীকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। সফল যাচাই শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
যদি একাধিক টিকিটধারী সঠিক নম্বর মেলান, তবে জ্যাকপট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ১৮০ দিনের মধ্যে পুরস্কার দাবি না করলে তা বাতিল হয়ে যাবে।
সূত্র: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লটারিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে লাকি ডে ড্রতে ২৫১০১৮ নম্বরের সৌভাগ্যবান টিকিটধারী ব্যক্তি সবগুলো নম্বর মেলাতে সক্ষম হয়ে জিতে নিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ জ্যাকপট পুরস্কার ১০ কোটি দিরহাম।
ইউএই লটারি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ২৩তম ড্রতে সঠিক ৭টি নম্বর মিলিয়ে বিজয়ী হয়েছেন ওই টিকিটধারী। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জেতা নম্বরগুলো হলো: ৭, ১০, ১১, ১৮, ২৫, ২৯ (দৈনিক সেট) এবং ১১ (মাসিক সেট)।
জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখ ৩৫ হাজার ৩৭২টি টিকিটের মধ্যে ১টির।
লাকি ডে ড্র প্রতি দুই শনিবার ইউটিউবে অনুষ্ঠিত হয়। এই ড্রতে আরও ৭ জন টিকিটধারী নিশ্চিতভাবে পান ১ লাখ দিরহামঅ এ ছাড়া, এদিন আরও ৩ জন পান একই অঙ্কের তৃতীয় পুরস্কার।
ইউএই লটারির নিয়ম অনুযায়ী, বড় পুরস্কার দাবি করতে হলে বিজয়ীকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। সফল যাচাই শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
যদি একাধিক টিকিটধারী সঠিক নম্বর মেলান, তবে জ্যাকপট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ১৮০ দিনের মধ্যে পুরস্কার দাবি না করলে তা বাতিল হয়ে যাবে।
সূত্র: গালফ নিউজ
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।