logo
প্রবাসের খবর

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের নেটওয়ার্কিং ডিনার

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০৪ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের নেটওয়ার্কিং ডিনার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশিদের ব্যবসায়ীদের সম্মানে নেটওয়ার্কিং ডিনারের অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই জমকালো ডিনারে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ডলটোন হাউস ডার্লিং আইল্যান্ডে শুরু হয় নেটওয়ার্কিং ডিনার। আয়োজনে ছিল ভিজ্যুয়াল রিক্যাপ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা এবং ঐতিহ্যবাহী ‘অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি’।

Business Networking Dinner 2

অনুষ্ঠানে অতিথিদের আনুষ্ঠানিক স্বাগত জানান অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সেক্রেটারি ব্রায়ান লল।

ফোরামের প্রেসিডেন্ট আবদুল খান রতন তার বক্তব্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি তিনি অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সকল সদস্য, উপদেষ্টা ডা. আইয়াজ চৌধুরী ও সাবেক কাউন্সিলর মোহাম্মেদ জামান টিটুকে আন্তরিক ধন্যবাদ জানান।

Business Networking Dinner 3

আরও বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী পেনি শার্প এমএলসি, মন্ত্রী আনুলাক চানথেভং, শ্যাডো মিনিস্টার মার্ক কোরি এমপি, ফেডারেল মেম্বার ডা. মাইক ফ্রিলান্ডার এমপি, মার্ক স্পিকম্যান এসসি এমপি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন বাংলাদেশ বেন কারসন, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, ডা. আইয়াজ চৌধুরী, ডা. মনিরুল ইসলামসহ অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্যের রাজনীতিকেরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যাদের ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন কর্ণফুলি শিপ বিল্ডার্সের পরিচালক সামিউর ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনালের সিইও ড সবুর খান এবং বিজিএমইএ, এফবিসিসিআই, ডিকসিসিআই, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল, মিডিয়া পার্টনার বাংলাদেশের সময় টিভি।

Business Networking Dinner 5

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডিমি কোলোভস, রোমানা হক, নিলুফার ইয়াসমিন প্রমুখ শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন স্পিরিট অব দ্য আইল্যান্ডস ডান্স কোম্পানি ও আদ্রিতা আকাশ।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫–এর এই নেটওয়ার্কিং ডিনার দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন আয়োজকেরা।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৪ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৬ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৭ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে