logo
প্রবাসের খবর

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা০২ নভেম্বর ২০২৫
Copied!
টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের সদস্যরা নিরলস কর্মউদ্যোগের মাধ্যমে তাদের সূচনালগ্ন থেকেই সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন আয়োজনের মাধ্যমে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামী শনিবার (৮ নভেম্বর) ফোরাম আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার।

এই সেমিনার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠিত হবে টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ অ্যাভিনিউয়ের অ্যাকসেস পয়েন্টে (ACCESS POINT)।

এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

নিবন্ধনের জন্য লিঙ্ক: https://shorturl.at/FM6yC

একজন ব্যক্তির পেশাগত জীবনে দক্ষতা ও সফলতা অর্জনের নেপথ্যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা দক্ষতা নয়, এর পাশাপাশি সময়োপযোগী পরামর্শ ও সঠিক দিকনির্দেশনার দিকটিও সমান গুরুত্বপূর্ণ। সেমিনারে আমন্ত্রিত অভিজ্ঞ বিশেষজ্ঞরা কানাডায় তাদের পেশাগত ও সাংগঠনিক অভিজ্ঞতার আলোকে নতুন ক্যারিয়ার গঠনে আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবেন।

এই বিশেষ ক্যারিয়ার সেমিনারে সম্মানিত বক্তারা হলেন সিআইবিসির সাবেক পরিচালক মোহাম্মদ খালিকুজ্জামান, টরন্টো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাফি ভূঁইয়া,বিআইইএস টরন্টোর কো-ফাউন্ডার ইমাম উদ্দীন, নিরাপদ ও অ্যামাজন ডেলিভারি পার্টনারের সিইও মাসুদ মল্লিক, স্টেট স্ট্রিট, সিআইবিসি মেলোনের ভিপি নাজমুল খান, মিনিন্ট্রি অব হেলথ অ্যান্ড এলটিসির ফুড ও নিউট্রিশনের সুপারভাইজার মোশারফ খান ও ফ্রানচাইজি অ্যাট টিম হর্টনসের ওনার ও এন্টারপ্রেনার ইকবাল রুশদ।

সম্মানিত অভিজ্ঞ বক্তারা কানাডার বিভিন্ন সুপরিচিত প্রতিষ্ঠানে পেশাগত জীবনে সুপ্রতিষ্ঠিত এবং ক্যারিয়ার গঠনে অভিজ্ঞ।

Career Seminar in Toronto 2

ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণকারীরা কয়েকটি প্রেক্ষাপট হতে ঋদ্ধ ও সমৃদ্ধ হবেন । সেই বিষয়গুলো হলো কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানের সফল পেশাজীবীদের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ, মূল্যবান পরামর্শ ও দিক–নির্দেশনা, কানাডার চাকরির বাজারে সফল হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ।

সেমিনারের শেষ পর্যায়ে থাকবে হালকা আপ্যায়ন। আয়োজকেরা অতিথিদের সাদরে সম্ভাষণ জানানোর জন্য আন্তরিকভাবে অপেক্ষা করছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সম্মানিত সদস্যদের মধ্যে আছেন প্রেসিডেন্ট রোকেয়া সুলতানা, মডারেটর আব্দুল হালিম মিয়া, কো-অর্ডিনেটর মোহাম্মদ আক্তার জামান ও জেনারেল সেক্রেটারি মফিজুল ইসলাম হিরু।

এই আয়োজনের সার্বিক তথ্য সরবরাহে আমাকে সহযোগিতার জন্য ইমাম উদ্দীনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো। নিঃসন্দেহে, কানাডার মূলধারায় ক্যারিয়ার গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের এই উদ্যোগ প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ এক মাইলফলক।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৪ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৫ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে