
বিডিজেন ডেস্ক

ফিলিস্তিনের গাজা ভূখন্ডে উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতের এই হামলায় ৩৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি গাজা থেকে এ খবর দিয়েছে।
এর আগে স্থানীয় আল-আওহা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানায়, জাবালিয়ার তাল আল-জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী ৬ অক্টোবর থেকে জাবালিয়ার চারপাশসহ গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তারা বলছে, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছে। তাই সেনারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর পর থেকে প্রায় প্রতিদিনই জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটছে। যদিও এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে আগে থেকেই কার্যত বিধ্বস্ত হয়ে রয়েছে এলাকাটি।
জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, শুক্রবার রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্থানীয় পরিবারগুলো নৃশংস পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে।

ফিলিস্তিনের গাজা ভূখন্ডে উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতের এই হামলায় ৩৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি গাজা থেকে এ খবর দিয়েছে।
এর আগে স্থানীয় আল-আওহা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানায়, জাবালিয়ার তাল আল-জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী ৬ অক্টোবর থেকে জাবালিয়ার চারপাশসহ গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তারা বলছে, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছে। তাই সেনারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর পর থেকে প্রায় প্রতিদিনই জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটছে। যদিও এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে আগে থেকেই কার্যত বিধ্বস্ত হয়ে রয়েছে এলাকাটি।
জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, শুক্রবার রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্থানীয় পরিবারগুলো নৃশংস পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।