logo
প্রবাসের খবর

নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ নভেম্বর ২০২৪
Copied!
নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা
নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়েছে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জেরে নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ঘটনাটি ঘটে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

অ্যামস্টারডামের ক্লাব আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে গিয়েছিল ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিব। আয়াক্সের কাছে ম্যাচটি ৫-০ ব্যধানে হারে তেল আবিব।

ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে ফেরার পথে ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী।

ঘটনাটিকে ‘ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ডাচ ও ইসরায়েলি নেতারা এর নিন্দা জানিয়েছেন। খবর শুনেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ কৌশলগত সফরে জরুরি ভিত্তিতে নেদারল্যান্ডস যান।

নিজ দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে নেদারল্যান্ডসে একটি বিমান পাঠিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২০২৩ সালের অক্টোবরে হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনপন্থীদের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে। এর ফলে বহির্বিশ্ব ইসরায়েলিদের জন্য অনিরাপদ হয়ে উঠছে বলে ধারণা বিশ্লেষকদের।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগেই আমস্টারডামজুড়ে উত্তেজনা ছড়ায়। ম্যাচের আগে ফিলিস্তিনপন্থী বেশকিছু মানুষ ম্যাচটির ভেন্যু ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামের উদ্দেশে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার নিয়ে মিছিল বের করে।

আপত্তিকর পরিস্থিতি এড়াতে ম্যাচটিতে ফিলিস্তিনপন্থী দর্শকদের নিষিদ্ধ করেন আমস্টারডামের মেয়র। তবে ম্যাচ শেষ হওয়ার পর ইহুদি দর্শকেরা স্টেডিয়ামের বাইরে বের হলেই তাদের ওপর হামলা চালানো হয়। শহরের বেশ কিছু জায়াগায় হামলার ঘটনা ঘটেছে বলে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো সংবাদ প্রকাশ হয়েছে।

হামলায় জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করেছে আমস্টারডাম পুলিশ। এ ঘটনায় বড় ধরনের তদন্ত শুরু হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া, আমস্টারডামে বসবাসকারী ইহুদি নাগরিকদের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনার পর আগামী বৃহস্পতিবার নেশন্স লিগে ইসরায়েলের খেলা নিয়েও যথেষ্ট নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। নেশন্স লিগের ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের পঞ্চম ম্যাচে আগামী ১৪ নভেম্বর রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইসরায়েল।

পার্ক দে প্রান্সে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে পিএসজি-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের আগে গ্যলারি থেকে ফিলিস্তিনপন্থীদের বিশাল ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। ইসরায়েলের বিপক্ষে ম্যাচটিও অনুষ্ঠিত হবে প্যারিসে, স্তাদ দে ফ্রঁস স্টেডিয়ামে।

এর আগে, নিরাপত্তা আশঙ্কার কারণে ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ আয়োজন করতে অস্বীকৃতি জানায় বেলজিয়াম। পরবর্তীতে হাঙ্গেরির একটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হলেও সেখানে কোনো দর্শক প্রবেশের অনুমতি ছিল না।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে