logo
প্রবাসের খবর

কুয়ালালামপুরে ২০ অক্টোবর প্রবাসীদের অংশগ্রহণে হবে ফুটসাল টুর্নামেন্ট

রফিক আহমদ খান, মালয়েশিয়া১৮ অক্টোবর ২০২৫
Copied!
কুয়ালালামপুরে ২০ অক্টোবর প্রবাসীদের অংশগ্রহণে হবে ফুটসাল টুর্নামেন্ট

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের অংশগ্রহণে ফুটসাল টুর্নামেন্ট।

টুর্নামেন্টে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৬০ হাজার টাকার সমপরিমাণ মালয়েশিয়ান রিঙ্গিত এবং রানার আপ পাবে ৩৬ হাজার টাকার সমপরিমাণ মালয়েশিয়ান রিঙ্গিত।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী এইচ এম এহসান উল্লাহ।

Futsal in Malaysia 2

তিনি জানান, আগামী ২০ অক্টোবর (সোমবার) রাজধানী কুয়ালালামপুরের আম্পাংয়ে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

কাজী এহসান উল্লাহ বলেন, কর্মব্যস্ত প্রবাস জীবনে একটু স্বস্তি ও প্রশান্তি এনে দিতে আমাদের এই আয়োজন। একটা দিন আমরা আনন্দ আর উল্লাসে সুন্দর সময় কাটাতে চাই। সফল একটি টুর্নামেন্টের জন্য সকলের সহযোগিতা চান তিনি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান কমিউনিটি নেতা মো. জসীম উদ্দিন।

তিনি বলেন, এটি একটি সুন্দর আয়োজন। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন আমাদের সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করবে।

সংবাদ সম্মেলনে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার ফুটসাল টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় বিভিন্ন দলের ম্যানেজার, অধিনায়ক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে