logo
প্রবাসের খবর

শারজায় ১০৭ ভিক্ষুকের কাছে মিলল ১৬ লাখ টাকা!

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ মার্চ ২০২৫
Copied!
শারজায় ১০৭ ভিক্ষুকের কাছে মিলল ১৬ লাখ টাকা!
প্রতীকী ছবি: সংগৃহীত

চলতি পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিনে ১০৭ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে শারজাহ পুলিশ। এই ১০৭ জনের মধ্যে ৮৭ জন পুরুষ ও ২০ জনা নারী। এদের কাছে পাওয়া গেছে ৫০ হাজারের বেশি দিরহাম (প্রায় ১৬ লাখ টাকা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ভিক্ষাবৃত্তি রোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, শারজাহ পুলিশের জেনারেল কমান্ড এই বছর রমজানের প্রথমার্ধে ১০৭ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে। এ সময় কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ৫০ হাজারের বেশি দিরহাম নগদ অর্থ জব্দ করে।

শারজাহ পুলিশের ‘ভিক্ষা করা একটি অপরাধ, এবং দান করা একটি দায়িত্ব’ শীর্ষক সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে এদের গ্রেপ্তার করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য ভিক্ষাবৃত্তি রোধ করা, যা প্রায়শই ব্যক্তিগত লাভের জন্য জনসাধারণের করুণাকে কাজে লাগায়। এ ছাড়া সরকারি চ্যানেলের মাধ্যমে দায়িত্বশীল দাতব্য দানকে উৎসাহিত করতেই এই প্রচার।

শারজাহ পুলিশের স্পেশাল টাস্ক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর আল গাজাল ভিক্ষুকদের তথ্য দেওয়ার ক্ষেত্রে সম্প্রদায়ের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন। তিনি সন্দেহজনক ব্যক্তিদের রিপোর্ট করার জন্য এবং কর্তৃপক্ষকে তাদের অবস্থান ট্র্যাক করতে সহায়তা করার জন্য নির্ধারিত হটলাইন ৯০১ ও ৮০০৪০ ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই নেতিবাচক আচরণ কমাতে ভিক্ষুকদের ব্যবহৃত প্রতারণামূলক কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।’

গাজাল জোর দিয়ে বলেন, লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলোর মাধ্যমে দাতব্য অনুদান প্রদান করা উচিত, যাতে প্রকৃত অভাবীদের কাছে তা পৌঁছানো যায়।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

২০ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে