logo
প্রবাসের খবর

সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া১৫ দিন আগে
Copied!
সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে আধ্যাত্মিক ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ (ইসলামিক স্টাডিজ) গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। এতে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ সম্পন্নকারী হাফিজ মাওলানা মো. ফাখরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে (এএমডব্লিউসি) এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

Muslim Welfare Centre, Australia 2

এএমডব্লিউসির সভাপতি ড. আনিসুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত আলেম, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

শুরুতে কোরআন তিলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর আগত অতিথি মাশায়েখদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। তাদের মধ্যে ছিলেন শায়খ রিদওয়ান রাফি, শায়খ উমর আলড্রেড, শায়খ আমিন আহমেদ, শায়খ হামিদুল্লাহ প্রমুখ।

হাফেজ মাওলানা আবদুল হাদি তানভির (ইমাম, এএমডব্লিউসি) তার বক্তব্যে কোরআনের প্রতি নিবেদনের ফজিলত ও হিফজে কোরআনের মাহাত্ম্য তুলে ধরেন।

Muslim Welfare Centre, Australia 3

শায়খ রিদওয়ান রাফি ‘ইলমের অনুপ্রেরণা ও আজীবন শিক্ষার গুরুত্ব’ বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাফেজ মাওলানা ফাখরুল ইসলামের শেষ সাবাক তিলাওয়াত। এর মাধ্যমে তার হিফজুল কোরআন সম্পন্নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে মদিনা কোরআন একাডেমির (এমকিউএ) শায়খ আহমদ হাজ্জাজ আহমেদ ইউসুফ অনলাইনে দোয়া খতম পরিচালনা করেন। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, কোরআন হিফজকারীরা হলেন ‘দিব্য জ্যোতির বাহক’, যাদের জীবন ও চরিত্রে কোরআনের আলো প্রতিফলিত হওয়া উচিত।

Muslim Welfare Centre, Australia 4

এরপর মিশকাতুল মাসাবিহ থেকে হাদিস পাঠ ও ঐতিহ্যবাহী আমামাহ (পাগড়ি) অনুষ্ঠান সম্পন্ন হয়। যা আলিমিয়্যাহ শিক্ষার সমাপ্তি ও ‘মাওলানা’ উপাধির প্রতীকী স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। দারুল উলুম অনলাইনের (ডুইউও) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলিমিয়্যাহ সনদ প্রদান করা হয়।

ডুইউওর প্রতিষ্ঠাতা মুফতি ইয়াসির নাদিম আল ওয়াজিদি তার বার্তায় বলেন, “জ্ঞান অধ্যয়নের মাধ্যমে বৃদ্ধি পায় এবং শিক্ষাদানের মাধ্যমে আলোকিত হয়।” তিনি মাওলানা ফাখরুল ইসলামকে অভিনন্দন জানিয়ে নিয়মিত অধ্যয়ন ও শিক্ষাদানের আহ্বান জানান।

Muslim Welfare Centre, Australia 5

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শায়খ রিদওয়ান রাফির পরিচালনায় দোয়া ও মাগরিব নামাজের মাধ্যমে। পরে সকল অতিথির জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানটি ছিল সিডনির মুসলিম কমিউনিটির জন্য এক স্মরণীয় মাইলফলক যেখানে হাফিজ মাওলানা মো. ফাখরুল ইসলামের হিফজ ও আলিমিয়্যাহ সম্পন্নের গৌরবময় অর্জন পরিবার, ওস্তাদ, মাশায়েখ, স্বেচ্ছাসেবক ও এএমডব্লিউসির সার্বিক সহযোগিতায় উদ্‌যাপিত হয়েছে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে