logo
প্রবাসের খবর

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে০২ নভেম্বর ২০২৫
Copied!
উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন
ছবি: এআই দিয়ে তৈরি

উত্তর আমেরিকা তথা যুক্তরাষ্ট্র ও কানাডার বেশির ভাগ অঞ্চলে আজ রোববার থেকে কার্যকর হয়েছে 'ডেলাইট সেভিং টাইম'–এর সমাপ্তি। এর ফলে এই অঞ্চলের কোটি–কোটি মানুষ এখন থেকে প্রতি দিন এক ঘণ্টা অতিরিক্ত ঘুমাবেন। তবে গ্রীষ্মকালের লম্বা দিনের বিদায় জানিয়ে এখন সন্ধ্যা নামবে আরও দ্রুত।

ডিএসটি শেষ হওয়ায় স্থানীয় সময় শনিবার রাত ২টায় (অর্থাৎ রোববার প্রথম প্রহর) ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১টা করা হয়। এই সময় পরিবর্তনকে 'ফল ব্যাক' বলা হয়। মূলত, গ্রীষ্মকালে ঘড়ি এক ঘণ্টা এগিয়ে দিয়ে যে 'ডেলাইট সেভিং টাইম' শুরু হয়েছিল। এখন আবার ঘড়ি এক ঘণ্টা পিছিয়ে স্বাভাবিক সময়ে (Standard Time)-এ ফিরে আসা হলো।

রাতের দৈর্ঘ্য ও দিনের পরিবর্তন

ঘড়ি এক ঘণ্টা পেছানোয় শনিবার রাতের দৈর্ঘ্য এক ঘণ্টা বেশি হয়েছে। আজ থেকে সকালে সূর্যের আলো এক ঘণ্টা আগে দেখা যাবে, কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত হবে এক ঘণ্টা আগে। অর্থাৎ, অফিস বা কাজ শেষে দিনের আলো ফুরিয়ে যাবে দ্রুত।

কেন এই সময় পরিবর্তন ও ঐতিহাসিক প্রেক্ষাপট

এই সময় পরিবর্তনের মূল ধারণা হলো সূর্যালোকের সঠিক ব্যবহার ও শক্তি সাশ্রয়।

এই পদ্ধতির সূচনা প্রথম বিশ্বযুদ্ধের সময়, ১৯১৬ সালে জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরিতে, যাতে কর্মঘণ্টায় প্রাকৃতিক আলো ব্যবহার করে কৃত্রিম আলোর ব্যবহার কমানো যায় এবং কয়লার মতো জ্বালানি সাশ্রয় করা যায়।

প্রথম কানাডায়

তবে মজার বিষয় হলো, বিশ্বের প্রথম যে শহরটি পরীক্ষামূলকভাবে এই নিয়ম শুরু করেছিল, সেটি ছিল কানাডার অন্টারিও প্রদেশের পোর্ট আর্থার (Port Arthur) শহর, যেখানে ১৯০৮ সালে এই পদ্ধতি শুরু হয়।

আমেরিকায় প্রচলন

১৯১৮ সালে আমেরিকাতেও এটি শুরু হয়। যদিও আধুনিক গবেষণায় বিদুৎ শক্তি সাশ্রয়ের প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে, তবে লম্বা গ্রীষ্মের সন্ধ্যায় অতিরিক্ত এক ঘণ্টা দিনের আলো পাওয়ার সামাজিক সুবিধা বজায় রাখতে এটি এখনো প্রচলিত।

যেখানে ঘড়ির সময় বদলাবে না

উত্তর আমেরিকার সব অঞ্চলেই কিন্তু ঘড়ির কাঁটা পরিবর্তন হয় না। যুক্তরাষ্ট্রের দুই রাজ্য—হাওয়াই ও অ্যারিজোনার বেশির ভাগ অঞ্চল (নেভাজো নেশন ছাড়া)—ডিএসটি অনুসরণ করে না। এই রাজ্য ও অঞ্চলগুলো সারা বছর একই সময়ে থাকে।

অন্যদিকে কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের প্রায় পুরো অংশ, ইউকন, ব্রিটিশ কলম্বিয়া ও কুইবেকের কিছু প্রত্যন্ত অঞ্চল সারা বছর স্ট্যান্ডার্ড টাইম মেনে চলে।

কবে আবার ফিরবে ডেলাইট সেভিং টাইম?

এই পরিবর্তন সাময়িক। শীতকাল শেষে বসন্তের শুরুতে আবারও ঘড়ি এক ঘণ্টা এগিয়ে দিয়ে ডিএসটি শুরু হবে।

পরবর্তী পরিবর্তন

যুক্তরাষ্ট্র ও কানাডায় (যেসব অঞ্চল ডিএসটি অনুসরণ করে) পরবর্তী সময় পরিবর্তন বা 'স্প্রিং ফরোয়ার্ড' হবে ২০২৬ সালের মার্চ মাসের দ্বিতীয় রোববার, অর্থাৎ ৮ মার্চ, ২০২৬।

এই সময় পরিবর্তনের কারণে বাংলাদেশ ও উত্তর আমেরিকার বেশির ভাগ অঞ্চলের সময়ের পার্থক্য এখন এক ঘণ্টা বেড়ে গেছে। এ ক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বা ব্যবসার সময়সূচি মিলিয়ে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি মনে রাখতে হবে।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে