logo
প্রবাসের খবর

সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মিনিবার ফুটবল টুর্নামেন্ট

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০৪ নভেম্বর ২০২৫
Copied!
সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মিনিবার ফুটবল টুর্নামেন্ট

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।

রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে সিডনির পেরি পার্কে জমজমাট এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি জাহেদুল হক চৌধুরী। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

Football tournament in Sydney 2

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ। তিনি বলেন, এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান প্রবাসে তরুণ সমাজকে একত্রিত রাখে এবং সিলেটি ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে।

টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে সিলেট সেভেন ওয়ান্ডার্স দল ২–১ গোলে সিলেট মেইজ রানার্সকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

Football tournament in Sydney 4

বিজয়ী দলকে একটি বড় ট্রফি ও ৫০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি, আর রানার্সআপ দলকে একটি ট্রফি ও ৩০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া, সকল খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে সম্মাননা জানানো হয়। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স, দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশে মাঠটি পরিণত হয় এক উৎসবমুখর প্রবাসী মিলনমেলায়।

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আহমেদ আল কবির, সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য ইমাদ উদ্দিন চৌধুরী ও কামরান হোসেন।

Football tournament in Sydney 3

সার্বিক সহযোগিতায় ছিলেন সহসভাপতি সামছ উদ্দিন লুলু ও ফাজিল বারী জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখলাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শুকুর, অর্থ সম্পাদক জামান সারওয়ার শিপু ও সাংস্কৃতিক সম্পাদক দিলু সাজ্জাদ আলী।

এ ছাড়া, উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, মুহাম্মদ শাহ আলম, মো. গোলাম জাকারিয়া জাকু, হাসান আহমেদ ও মুহাম্মাদ সাদমান রেজা প্রমুখ।

Football tournament in Sydney

রেফারির দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী সদস্য আব্দুস সামী চৌধুরী রুহেল, গোলাম রাব্বানী চুন্না ও সুহেব আহমেদ শাকিল। তারা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করে টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখেন।

উল্লেখযোগ্য উপস্থিতি, চমৎকার মাঠ এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উৎসাহে প্রবাসী সিলেটি কমিউনিটির এই প্রথম ফুটবল উৎসবটি সিডনিতে তৈরি করেছে এক নতুন উদ্দীপনা ও ঐক্যের দৃষ্টান্ত।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে