
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে সিডনির পেরি পার্কে জমজমাট এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি জাহেদুল হক চৌধুরী। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ। তিনি বলেন, এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান প্রবাসে তরুণ সমাজকে একত্রিত রাখে এবং সিলেটি ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে।
টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে সিলেট সেভেন ওয়ান্ডার্স দল ২–১ গোলে সিলেট মেইজ রানার্সকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

বিজয়ী দলকে একটি বড় ট্রফি ও ৫০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি, আর রানার্সআপ দলকে একটি ট্রফি ও ৩০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া, সকল খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে সম্মাননা জানানো হয়। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স, দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশে মাঠটি পরিণত হয় এক উৎসবমুখর প্রবাসী মিলনমেলায়।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আহমেদ আল কবির, সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য ইমাদ উদ্দিন চৌধুরী ও কামরান হোসেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন সহসভাপতি সামছ উদ্দিন লুলু ও ফাজিল বারী জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখলাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শুকুর, অর্থ সম্পাদক জামান সারওয়ার শিপু ও সাংস্কৃতিক সম্পাদক দিলু সাজ্জাদ আলী।
এ ছাড়া, উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, মুহাম্মদ শাহ আলম, মো. গোলাম জাকারিয়া জাকু, হাসান আহমেদ ও মুহাম্মাদ সাদমান রেজা প্রমুখ।

রেফারির দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী সদস্য আব্দুস সামী চৌধুরী রুহেল, গোলাম রাব্বানী চুন্না ও সুহেব আহমেদ শাকিল। তারা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করে টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখেন।
উল্লেখযোগ্য উপস্থিতি, চমৎকার মাঠ এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উৎসাহে প্রবাসী সিলেটি কমিউনিটির এই প্রথম ফুটবল উৎসবটি সিডনিতে তৈরি করেছে এক নতুন উদ্দীপনা ও ঐক্যের দৃষ্টান্ত।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে সিডনির পেরি পার্কে জমজমাট এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি জাহেদুল হক চৌধুরী। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ। তিনি বলেন, এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান প্রবাসে তরুণ সমাজকে একত্রিত রাখে এবং সিলেটি ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে।
টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে সিলেট সেভেন ওয়ান্ডার্স দল ২–১ গোলে সিলেট মেইজ রানার্সকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

বিজয়ী দলকে একটি বড় ট্রফি ও ৫০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি, আর রানার্সআপ দলকে একটি ট্রফি ও ৩০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া, সকল খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে সম্মাননা জানানো হয়। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স, দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশে মাঠটি পরিণত হয় এক উৎসবমুখর প্রবাসী মিলনমেলায়।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আহমেদ আল কবির, সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য ইমাদ উদ্দিন চৌধুরী ও কামরান হোসেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন সহসভাপতি সামছ উদ্দিন লুলু ও ফাজিল বারী জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখলাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শুকুর, অর্থ সম্পাদক জামান সারওয়ার শিপু ও সাংস্কৃতিক সম্পাদক দিলু সাজ্জাদ আলী।
এ ছাড়া, উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, মুহাম্মদ শাহ আলম, মো. গোলাম জাকারিয়া জাকু, হাসান আহমেদ ও মুহাম্মাদ সাদমান রেজা প্রমুখ।

রেফারির দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী সদস্য আব্দুস সামী চৌধুরী রুহেল, গোলাম রাব্বানী চুন্না ও সুহেব আহমেদ শাকিল। তারা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করে টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখেন।
উল্লেখযোগ্য উপস্থিতি, চমৎকার মাঠ এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উৎসাহে প্রবাসী সিলেটি কমিউনিটির এই প্রথম ফুটবল উৎসবটি সিডনিতে তৈরি করেছে এক নতুন উদ্দীপনা ও ঐক্যের দৃষ্টান্ত।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।