logo
প্রবাসের খবর

অকল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমইউএনজেডের ক্যারিয়ার কর্মশালা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২০ অক্টোবর ২০২৫
Copied!
অকল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমইউএনজেডের ক্যারিয়ার কর্মশালা

নিউজিল্যান্ডে মুসলিম কমিউনিটিভিত্তিক সংগঠন মুসলিম উম্মাহ অব নিউজিল্যান্ডের (এমইউএনজেড) উদ্যোগে অকল্যান্ডে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক ফলপ্রসূ ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৯ অক্টোবর এই কর্মশালার আয়োজন করা হয়।

এমইউএনজেডের সভাপতি ব্যারিস্টার মাসুদ আলমের নেতৃত্বে আয়োজিত এই কর্মশালায় ৬০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল নিউজিল্যান্ডের কর্মজীবনে প্রবেশ, পার্ট-টাইম চাকরির সুযোগ এবং নতুন পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়া।

Bangladeshi Career Workshop in Auckland  2

অকল্যান্ড ইউনিভার্সিটির হাফেজ যায়েদের সুমধুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এমইউএনজেডের ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলামের সঞ্চালনায় ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর সেশনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আইন, প্রকৌশল, শিক্ষা ও সম্প্রদায় নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুপ্রিম উপদেষ্টা ড. আতাউর রহমান, এইউটির অবসরপ্রাপ্ত সিনিয়র লেকচারার ড. মাহমুদ মোমিন, এনইউটির নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নুরুল ইসলাম সরকার ও সভাপতি ব্যারিস্টার মাসুদ আলম।

এ ছাড়া, প্যানেলে আরও উপস্থিত ছিলেন ড. নাহিদ আলম, মোহাম্মদ কামরুল হাসান, সৈয়দ আমজাদ হোসেন আরিফ, ড. আকবর হোসেন ও মাহবুব সোহেল।

তারা শিক্ষার্থীদের কর্মসংস্থানসংক্রান্ত সংস্থান ও ব্যবহারিক দিক–নির্দেশনা দেন।

Bangladeshi Career Workshop in Auckland  3

কর্মশালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক সহায়তা নিশ্চিত করা। এমইউএনজেড বিভিন্ন শিল্পে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০-৩৫ ধরনের খণ্ডকালীন চাকরির সুযোগ সুনিশ্চিত করেছে বলে ঘোষণা দেয়। পাশাপাশি, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে এমইউএনজেড বেশ কিছু বিনামূল্যের দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ঘোষণা দেয়। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে: ১. ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ৩. ডিজিটাল মার্কেটিং, ৪. ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা।

মুসলিম উম্মাহ অব নিউজিল্যান্ড জানায়, এই উদ্যোগটি নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাগত ও পেশাগত সাফল্যকে সমর্থন করার পাশাপাশি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক একীকরণকে উৎসাহিত করার জন্য তাদের মিশনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

কর্মশালায় জানানো হয়, যেকোনো তথ্যের জন্য সংগঠনের সভাপতি (ফোন: ০২১১ ৭২১ ৩৮৭ এবং ছাত্র কল্যাণ সমন্বয়কের (ফোন: ০২০ ৪০৬৭ ৫৮৯৩) সঙ্গে যোগাযোগ করা যাবে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে