logo
প্রবাসের খবর

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৩ সেপ্টেম্বর ২০২৫
Copied!
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ১১তম বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২১ সেপ্টেম্বর) সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়াপ্রবাসী বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভার সূচনা হয়।

DU Alumni Association Australia 2

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ। নার্গিস বানুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ হালিমুসসান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। দুই প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত হয়।

DU Alumni Association Australia 3

সভাপতির বক্তব্যে কামরুল মান্নান আকাশ বলেন, ‘আমাদের সংগঠনের আসল শক্তি হলো ঐক্য। রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ এখানে কোনো স্থান পায় না। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সক্রিয় অংশগ্রহণ ও নিষ্ঠার মাধ্যমেই এই সংগঠনকে আরও গতিশীল করা সম্ভব।’

তিনি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দেন।

DU Alumni Association Australia 4

প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবদুল লতিফ শিকদার জানান, সংবিধান অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একাধিক প্রার্থী না থাকায় কার্যনির্বাহী কমিটির ২১ পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

DU Alumni Association Australia 5

২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—

সভাপতি কামরুল মান্নান আকাশ; সহসভাপতি ১ গোলাম মওলা;
সহসভাপতি ২ এম এ আহসানুল হাদি; সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ; সহ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী; কোষাধ্যক্ষ জাহিদ মাহমুদ; সাংস্কৃতিক সম্পাদক সাকিনা আক্তার; প্রকাশনা সম্পাদক নুসরাত হুদা কান্তা; শিক্ষা ও গবেষণা সম্পাদক সেলিম মমতাজ; ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক নার্গিস বানু ও ক্রীড়া সম্পাদক হায়াত মাহমুদ।

DU Alumni Association Australia 6

কার্যনির্বাহী সদস্যরা হলেন—তানিয়া ফারজানা, খায়রুল হক চৌধুরী, মোহাম্মদ নজমুল হক, জুবায়ের মিয়া, শুভ্র প্রকাশ চৌধুরী, দিবাকর সমাদ্দার, মো. শফিকুল আলম, নুসরাত জাহান স্মৃতি, নাফিস আহমেদ খন্দকার ও এ এস এম হালিম উল্লাহ।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শেষে সভাপতি কামরুল মান্নান আকাশ বলেন, ‘প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের সাহস-উদ্দীপনার সমন্বয়ে আমাদের সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে।’

DU Alumni Association Australia 7

আলোচনা পর্ব শেষে সিডনির জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুদ মিথুন ও রুমানা হকের সংগীত পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান।

স্থানীয় সময় বিকেল ৫টায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম শেষ হয়।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৩ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৬ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৭ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে