logo
প্রবাসের খবর

কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে বিভিন্ন এয়ারলাইনস সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে। এতে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের বেশ সুবিধা হয়। কিন্তু কুয়েত থেকে কোনো এয়ারলাইনসের ফ্লাইট না থাকায় চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের দেশে যেতে হয় ঢাকা হয়ে। আবার ফিরতেও হয় ঢাকা হয়ে। ফলে তাদের বেশ সময় অপচয় এবং ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় কুয়েত থেকে চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এক সভায় বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্সযোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশনের নেতারা এ দাবি জানান।

সভায় বক্তারা কুয়েত থেকে চট্টগ্রাম বিমানের ফ্লাইট আবার চালুসহ বিগত সরকারের সময়ে অবহেলিত চট্টগ্রামের নানা দুর্ভোগের বিষয়েও অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা বলেন, কুয়েতে বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৭০ হাজারের ওপরে প্রবাসী বাংলাদেশি রয়েছেন। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সপ্তাহে সরাসরি একটি ফ্লাইট ছিল। ২০১৯ সালে করোনার সময় বিভিন্ন দেশের সঙ্গে অনেক ফ্লাইট বন্ধ করার পর পরবর্তীতে আবার সেসব ফ্লাইট চালু হলেও কুয়েত থেকে চট্টগ্রামের সেই ফ্লাইটটি আর চালু হয়নি। বন্ধ হওয়ার পর থেকে কুয়েতে নোয়াখালী ফেনীসহ বৃহত্তর চট্টগ্রাম প্রবাসীরা ফ্লাইটটি চালু করার দাবি করে আসছেন।

কিন্তু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের কোনো দাবিই আমলে নেয়নি বিমান কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সরকার। এ ছাড়া, আল জাজিরা, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাইয়ের কয়েকটি এয়ারলাইনসের কুয়েত থেকে দীর্ঘ যাত্রাবিরতি দিয়ে চট্টগ্রামের ফ্লাইট থাকলেও তা বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশের রেমিট্যান্স খাতে অগ্রণী ভূমিকা রাখা চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সভায় বক্তারা কুয়েত থেকে সরাসরি বিমানের চট্টগ্রাম ফ্লাইট চালু না হলে রেমিট্যান্স বন্ধের ঘোষণা দেন।

তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইননের কুয়েত–চট্টগ্রাম সরাসরি ফ্লাইটি আবার চালু হলে প্রবাসীদের আর্থিক ক্ষতি ও সময় যেমন বাঁচবে, তেমনি ভোগান্তি কমবে।

সভায় সভাপতিত্ব করেন সিরাজদৌলাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির প্রতি সমর্থন জানান বিএনপির কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।

অরুষ্ঠানে কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্সযোদ্ধা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন ফোরামের প্রধান সমন্বয়ক আবুল কাশেম।

বক্তব্য দেন হেফাজত ইসলামের কুয়েত শাখার আমির শাঈখ মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী এবং মাওলানা কাজী ইকবাল, মো আলী, মামুনুর রহমান, আবদুল কাদের, মো. শাহাবুদ্দিন, মো. সুমন ও মো. পলাশ।

সঞ্চালনা করেন আবু হানিফ এরশাদ।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৯ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে