
বিডিজেন ডেস্ক

গত অক্টোবরে বিশ্বব্যাপী আকাশপথে যাত্রী বেড়েছে। আগের বছরের অক্টোবরের চেয়ে ওই মাসে ফ্লাইট বেশি ছিল। এমন তথ্যই জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে ফ্লাইটে যাত্রী বেড়েছে ২.২ শতাংশ।
সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আইএটিএ বলছে, গত বছরের অক্টোবরের সঙ্গে তুলনা করলে এবার ট্রাফিক ৭.১ শতাংশ বেশি। গত বছরের সঙ্গে তুলনা করেই এই হিসাব দেওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রতিবেদনে ধারণক্ষমতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করা হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলো আগের বছরের অক্টোবরের চেয়ে ক্যাপাসিটি বাড়িয়েছে ২.৫ শতাংশ।
আর সারা বিশ্বের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে গত বছরের অক্টোবরের চেয়ে ৬.১ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের অক্টোবরের চেয়ে এবার চাহিদা বেড়েছে ৯.৫ শতাংশ। আর বিভিন্ন দেশে অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে ৩.৫ শতাংশ।
এ নিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রধান উইলি ওয়ালস বলেন, ক্রমাগত মজবুত ও স্থিতিশীল চাহিদা একটি ভালো খবর। এটি লোড নিতে পারার মতোই গুরুত্বপূর্ণ।
এবার ইউরোপের পাশাপাশি আফ্রিকাতেও ফ্লাইট বেড়েছে বলে প্রতিবেদনে জানায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।

গত অক্টোবরে বিশ্বব্যাপী আকাশপথে যাত্রী বেড়েছে। আগের বছরের অক্টোবরের চেয়ে ওই মাসে ফ্লাইট বেশি ছিল। এমন তথ্যই জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে ফ্লাইটে যাত্রী বেড়েছে ২.২ শতাংশ।
সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আইএটিএ বলছে, গত বছরের অক্টোবরের সঙ্গে তুলনা করলে এবার ট্রাফিক ৭.১ শতাংশ বেশি। গত বছরের সঙ্গে তুলনা করেই এই হিসাব দেওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রতিবেদনে ধারণক্ষমতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করা হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলো আগের বছরের অক্টোবরের চেয়ে ক্যাপাসিটি বাড়িয়েছে ২.৫ শতাংশ।
আর সারা বিশ্বের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে গত বছরের অক্টোবরের চেয়ে ৬.১ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের অক্টোবরের চেয়ে এবার চাহিদা বেড়েছে ৯.৫ শতাংশ। আর বিভিন্ন দেশে অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে ৩.৫ শতাংশ।
এ নিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রধান উইলি ওয়ালস বলেন, ক্রমাগত মজবুত ও স্থিতিশীল চাহিদা একটি ভালো খবর। এটি লোড নিতে পারার মতোই গুরুত্বপূর্ণ।
এবার ইউরোপের পাশাপাশি আফ্রিকাতেও ফ্লাইট বেড়েছে বলে প্রতিবেদনে জানায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।