logo
প্রবাসের খবর

গাজা থেকে রাফাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ এপ্রিল ২০২৫
Copied!
গাজা থেকে রাফাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল
ইসরায়েলি নির্দেশে নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিলিস্তিনি শিশুরা। ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। শহরটিকে গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্নকারী মোরাগ করিডরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আইডিএফ।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, গতকাল শনিবার (১২ এপ্রিল) খান ইউনিসসহ আরও বেশ কয়েকটি জনবসতি খালি করতে নতুন করে নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। শনিবার খান ইউনিস ও এর আশপাশের এলাকাগুলো থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে অঞ্চলগুলোতে আরও জোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। আর এ কারণেই এলাকাগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, খান ইউনিস ছাড়াও কিজাম আন নাজার, কিজাম আবু রাশওয়ান, আল সালাম, আল মানারা, আল কুরাইন, আল বাতন আল সামিন, জুর্ত আল লত, আল ফাখারি এবং বানি সুহাইলার বাসিন্দাদের আল মাওয়াসিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর এরই মধ্যে গাজায় কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মোরাগ করিডরকে ইসরায়েলি সেনাদের জন্য নিরাপত্তা অঞ্চল বলে অভিহিত করছেন ইসরায়েলি কর্মকর্তারা। এ নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘মোরাগ করিডর একটি ইসরায়েলি নিরাপত্তা করিডরে পরিণত হয়েছে। এর পাশাপাশি গাজাকে দুই ভাগে বিভক্ত করা নেতসারিম করিডর আরও প্রশস্ত করা হবে।’

এ সময় অঞ্চলটির বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা স্বেচ্ছায় এই অঞ্চল ছাড়তে চান, তাদের সেখান থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে।’

এটিকে গাজাবাসীর জন্য শেষ আলটিমেটাম বলেও অভিহিত করেন কাৎজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হামাসকে সরাও। নয়তো খুব শিগগিরই গাজার বেশির ভাগ এলাকায় অভিযান বাড়ানো হবে। হামাসকে গদি থেকে নামানো আর বন্দীদের ফিরিয়ে দেওয়াই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’

মোরাগ করিডর নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রবার্ট গেইস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন, ইসরায়েল বলছে যে, মোরাগ করিডর কেবল সামরিক প্রয়োজনে তৈরি, কিন্তু প্রকৃতপক্ষে এটি গাজা নিয়ন্ত্রণে রাখার দীর্ঘমেয়াদি কৌশলের একটি অংশ। তিনি বলেন, ‘ইসরায়েল সব সময় গাজাকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে—বিশেষ করে সেখানে কী প্রবেশ করছে এবং কী বের হচ্ছে তা নজরে রাখতে চেয়েছে। নিরাপত্তার নামে তারা এই নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘মোরাগ, নেতসারিম ও ফিলাডেলফি করিডরগুলোর নাম যেসব বসতির নামে রাখা হয়েছে, সেগুলো এলোমেলোভাবে বসানো হয়নি। গাজার শহরাঞ্চলগুলো বিচ্ছিন্ন করতে এবং ইসরায়েল যেন যখন খুশি গাজার ওপর চেপে বসতে পারে, সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এগুলো বসানো হয়েছে।’

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৩ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৭ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে