logo
প্রবাসের খবর

কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলবে রিয়াল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলবে রিয়াল
ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইলে সরাসরি খেলবে রিয়াল মাদ্রিদ। ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট থেকে নেওয়া

আগামী ১৮ ডিসেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের ফাইনাল ম্যাচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ সরাসরি খেলবে ফাইনালে। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ চালুর কথা গত ডিসেম্বরে জানায় ফিফা। এশিয়ার চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও ওশেনিয়ার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির ম্যাচ দিয়ে রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হবে আসর। এই ম্যাচের জয়ী দল আগামী ২৯ অক্টোবর কায়রোতে খেলবে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের আল আহলির বিপক্ষে। এই ম্যাচের নাম আফ্রিকান-এশিয়ান-প্যাসিফিক প্লে অফ।

‘ডার্বি অব আমেরিকাস’ ম্যাচে ১১ ডিসেম্বর মুখোমুখি হবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ক্লাব ও কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকার পাচুকা এফসি। এই দুই ম্যচের জয়ী দল ১৪ ডিসেম্বর লড়বে ‘চ্যালেঞ্জার কাপ’ নামক ম্যাচে। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফাইনাল ম্যাচটি হবে কাতারের জাতীয় দিবসে।

ঠিক দুই বছর আগে এই দিনেই ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন রূপে আবার শুরু হবে আগামী বছর। আগের সাত দলের পরিবর্তে ৩২ দলকে নিয়ে এই আসর হবে চার বছর পরপর। প্রথম আসরটি হবে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপেও রেকর্ডবারের চ্যাম্পিয়ন। ২০১৪ সালের আগ পর্যন্ত কোনো শিরোপা তাদের ছিল না। কিন্তু ১০ বছরের মধ্যে তারা শিরোপা জিতে নেয় পাঁচবার।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

২১ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১ দিন আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে